ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

খেলা

ইরাককে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
ইরাককে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন

প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে খেলতে আসা ইরাককে পাত্তাই দিল না বাংলাদেশ। দারুণ এক জয়ে স্বাগতিকরা পা রাখলো চলতি আসরের ফাইনালে।

আজ বুধবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ইরাককে ৫৫-৩৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৩০-১৭ ব্যবধানে।  
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া। প্রথম সেমিফাইনালে তারা শ্রীলঙ্কাকে ৪৯-২৯ পয়েন্ট হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।  

বৃহস্পতিবার বিকেল ৫টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও কেনিয়া।

সর্বশেষ ২০২১ সালের আসরেও এই কেনিয়ার বিপক্ষে ফাইনালে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।