ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

প্রথমবার আন্তর্জাতিক টেবিল টেনিসে সোনা জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ১০, ২০২২
প্রথমবার আন্তর্জাতিক টেবিল টেনিসে সোনা জয় বাংলাদেশের

মালদ্বীপে শ্রীলঙ্কাকে ৩-২ গেমে হারিয়ে দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস প্রতিযোগিতায় প্রথমবারের মতো স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশ।  

অনুর্ধ্ব-১৯ ক্যাটাগড়িতে এই কীর্তি গড়েছেন রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ ও নাফিস ইকবালরা।

এই জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ দল। এই আসরে এতদিন পর্যন্ত সর্বোচ্চ রৌপ্য পদকই ছিল বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। এবার স্বর্ণ জয়ের ইতিহাস গড়লেন লিয়ন-মুহতাসিনরা।

পাকিস্তান, মালদ্বীপ ও নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। স্বর্ণ জয়ের পথে বাধা ছিল শুধু শ্রীলঙ্কা। সেই বাধা উতরে ইতিহাস গড়লো বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টে বালিকা দ্বৈতে রৌপ্য পদক জয় করেছিল বাংলাদেশ। এরপর প্রায় ১৯ বছর কোনও সাফল্যের দেখা মেলেনি। এবার সেই বন্ধাত্ব্য ঘোচালেন মুহতাসিন-নাফিসরা।  

ম্যাচের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। শুরুতে হৃদয় ও রামহিম জিতলেও হেরে যান নাফিজ। তখন ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এরপর আবারও খেলতে নামেন রামহিম। তাঁকে হারিয়ে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ তখন ২-২ এ সমতায়। বাংলাদেশের শেষ আশা-ভরসা ছিলেন হৃদয়। হতাশ করেননি তিনি। ৮-১১, ১১-৯, ১১-৯ ও ১১-৯ সেটে জিতে বাংলাদেশকে স্বর্ণ পদক জয়ের উল্লাসে মাতান।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মে ১০, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।