ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

স্বর্ণ জয় হলো না রোমানের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মে ১১, ২০২২
স্বর্ণ জয় হলো না রোমানের

আগের দিন কম্পাউন্ড ইভেন্টে একটি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ পদক জয় করেছিল বাংলাদেশ। আজ এশিয়া কাপ আর্চারি স্টেজ টু প্রতিযোগিতায়, রিকার্ভ ইভেন্টে স্বর্ণ পদক জয়ের আশা বুক বেধেছিলেন আর্চাররা।

তবে সেই আশা পূরণ হলো না। ইরাকের সুলাইমানিয়া শহরে আশা পূরণ করতে পারলেন না দেশের অন্যতম সেরা আর্চার রোমান সানা। ভারতের মৃনাল চৌহানের কাছে হেরে, রৌপ্য পদক নিয়ে ফিরতে হচ্ছে তাকে।

রিকার্ভে মেয়েদের দলগত ইভেন্টের খেলা দিয়েই আজকের দিন শুরু করেছিলে বাংলাদেশ। দিয়া সিদ্দিকি-বিউটি রায়-নাসরিন আক্তার ভারতের কাছে হেরে রৌপ্য পদক দিয়ে দিনের শুরু করেন তাঁরা। ভারতের কাছে ৫-৪ সেট পয়েন্টে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।  

গত ১৪-১৯ মার্চ থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির স্টেজ ওয়ানে এই ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে সোনা জেতে বাংলাদেশ। সেবারও টাইব্রেকারে গড়ায় ম্যাচ। এবার যেন সেই হারের প্রতিশোধ নিল ভারতীয় আর্চাররা। আজও ম্যাচ গড়িয়েছে টাই ব্রেকারে। তবে এবার শেষ হাসি হেসেছে ভারত। বাংলাদেশকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল ভারতের মেয়েরা।

রিকার্ভ পুরুষ এককের ফাইনালের ভারতের মৃণাল চৌহানের বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হেরে যান রোমান। ২৮-২৬ পয়েন্টে প্রথম সেট হারের পরের দুই সেটে জমজমাট লড়াই করে ২৬-২৬, ২৭-২৭ ড্র করেছিলেন। কিন্তু চতুর্থ সেটে উড়ে যান ২৯-২৫ পয়েন্টে। রিকার্ভ মেয়েদের এককের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচের দুই প্রতিযোগীই ছিল বাংলাদেশের। বিউটি রায়কে ৭-১ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন দিয়া।

একই দিনে পুরুষ দলগত রিকার্ভের ফাইনালে ভারতের কাছে ৫-১ সেট পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। প্রথম সেটে ৫৫-৫৫ সমতায় শেষ; দ্বিতীয় সেট দল হেরে যায় ৫৫-৫৭ পয়েন্টে। তৃতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেন আব্দুর রহমান আলিফ, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রোমান সানাকে নিয়ে গড়া বাংলাদেশ দল। হেরে যায় ৫৬-৫৪ পয়েন্টে।

ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে ইরাকের এই প্রতিযোগিতায় বাংলাদেশ পেয়েছে ৪টি করে রুপা ও ব্রোঞ্জ।

বাংলাদেশ সময় ১৮০৪ ঘণ্টা, মে ১১, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।