ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ম্যাচের মাঝপথেই বক্সারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মে ২০, ২০২২
ম্যাচের মাঝপথেই বক্সারের মৃত্যু

ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বক্সার মুসা ইয়ামাক। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ম্যাচটিতে তার প্রতিপক্ষ ছিল উগান্ডার হামজা ওয়ান্ডেরা।

এই ঘটনায় শোকাহত ক্রীড়াবিশ্ব।
 
সরাসরি সম্প্রচার করা ম্যাচটির দ্বিতীয় রাউন্ডে ওয়ান্ডেরার একটি ঘুষিতে কিছুটা সমস্যায় পড়ে গিয়েছিলেন ইয়ামাক। তবে তার মৃত্যু সে কারণে হয়নি। তৃতীয় রাউন্ডে খেলতে নামার জন্যে তৈরিও হয়ে গিয়েছিলেন। কিন্তু রাউন্ড শুরু হওয়ার আগেই সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। তার সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়।

স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও বাঁচানো যায়নি ইয়ামাককে। দর্শকদের চিৎকার করতে বলার মাধ্যমে ইয়ামাকের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ হয়।  

২০১৭ সালে পেশাদার জীবন শুরু করার পর একবারও হারেননি ইয়ামাক। ৮টি ম্যাচই জিতেছেন। সবগুলোই নক-আউটে। ইউরোপীয় এবং এশীয় শিরোপাও আছে তার ঝুলিতে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ২০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।