ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশের ভারত পরীক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মে ২০, ২০২২
বাংলাদেশের ভারত পরীক্ষা

এশিয়া কাপ হকির মূল পর্ব শুরু হবে ২৩ মে। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে স্বগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। আগামীকাল ভারতের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির শিষ্যদের। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৫ টায় ম্যাচটি অণুষ্ঠিত হবে।

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো হচ্ছে- মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ওমান। 'এ' গ্রুপের দলগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়া।  

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৩ মে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ২৪ মে ওমানের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৬ মে মালয়েশিয়ার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ২০ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।