ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে সদর ও মির্জাপুর ইউনিয়ন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, মে ২২, ২০২২
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে সদর ও মির্জাপুর ইউনিয়ন

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চলছে।

শনিবার (২১ মে) বালক (অনূর্ধ্ব ১৭) এর শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে ফাইনালে উঠেছে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ও মির্জাপুর ইউনিয়ন।

রোববার (২২ মে) বিকেল ৪টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে পরপর তিনবারের উপজেলা চ্যাম্পিয়ন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সঙ্গে মির্জাপুর ইউনিয়ন। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল আগামী ২৫ মে বড়লেখা উপজেলা চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে।

শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সদর ইউনিয়ন রাজঘাট ইউনিয়নকে ১-০ গোলে এবং একই মাঠে অপর সেমিফাইনালে মির্জাপুর ইউনিয়ন কালাপুর ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

ফাইনালে উঠা সদর ইউনিয়নের টিম ম্যানেজার মো. মানিক মিয়ার কাছে ফাইনালে নিজের দলকে নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি বলেন, টুর্নামেন্টে বরাবরের মতো আমার দল হট ফেভারিট। সেমিফাইনাল খেলা দেখেছি, ফাইনালে যারা উঠেছে সে দলের খেলোয়াড়দের তুলনায় আমার দলের খেলোয়াড়রা অনেক বেশি আত্মবিশ্বাসী। আমার দল পরপর তিনবার উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এবং তিনবার জেলা পর্যায়ে রানার আপ হয়েছে। দলের খেলোয়াড়দের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে।

ফাইনালে উঠা অপর দল মির্জাপুর ইউনিয়নের টিম ম্যানেজার বলেন, নিজের দলের সেরা খেলাটা খেলতে পারলেই আমরা শতভাগ আশাবাদী যে আমরা এবার উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হব। আমার দলের খেলোয়াড়রা পুরো টুর্নামেন্টের মতো ফাইনালে ধারাবাহিকভাবে খেলতে পারলে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবে।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, মে ২২, ২০২২
বিবিবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।