ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মে ২৭, ২০২২
ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক

ফরাসি ওপেনে উড়ছেন রাশিয়ান তারকা দানিল মেদভেদেভ। সার্বিয়ার লাসলো জেরের বিপক্ষে দাপুটে জয় নিয়ে প্রতিযোগীতার তৃতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছেন তিনি।

মেয়েদের এককে এই পর্বে কোয়ালিফাই করেছেন মেয়েদের র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ইগা শিয়াওতেক।

রোলাঁ গাঁরোয় বৃহস্পতিবার (২৬ মে) দ্বিতীয় রাউন্ডে ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে জয় পান ইউএস ওপেন চ্যাম্পিয়ন মেদভেদেভ। প্রথম রাউন্ডেও সরাসরি সেটে জেতা এই রাশিয়ান পরের ধাপে খেলবেন মিওমির কেচমানোভিচের বিপক্ষে।

এদিকে মেয়েদের এককে যুক্তরাষ্ট্রের অ্যালিসন রিস্কের বিপক্ষে ৬১ মিনিটেই ৬-০, ৬-২ গেমে জেতেন পোল্যান্ডের শিয়াওতেক। ফরাসি ওপেনে দ্বিতীয় রাউন্ডেই কপাল পুড়েছে আরেক সাবেক চ্যাম্পিয়ন সিমোনা হালেপ ও অষ্টম বাছাই কারোলিনা প্লিসকোভার। হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মে ২৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।