ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন মাদারগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মে ২৭, ২০২২
মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন মাদারগঞ্জ

জামালপুর: মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) দুপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় মাদারগঞ্জ পৌরসভা একাদশ ২-০ গোলে টাঙ্গাইল জেলা পরিষদ একাদশকে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সভাপতি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থা জামালপুরের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, জামালপুর মেয়র পৌরসভার ছানুয়ার হোসেন ছানু প্রমুখ।

পরে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মে ২৭, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।