ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

এমবাপ্পেকে উল্টো খোঁচা আর্জেন্টাইন মার্টিনেজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মে ২৮, ২০২২
এমবাপ্পেকে উল্টো খোঁচা আর্জেন্টাইন মার্টিনেজের

ফুটবল বিশ্বে ঝড় তোলা এক মন্তব্যই করে বসেছেন কিলিয়ান এমবাপ্পে। ব্রাজিল-আর্জেন্টিনা উন্নতমানের ফুটবল খেলে না বলে এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন।

এরপর এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন লাতিন আমেরিকার ফুটবলাররা।  

এবার এ নিয়ে মন্তব্য করলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে এক ধরনের খোঁচাই দিয়েছেন তিনি। ইউরোপের ফুটবলারদের লাতিন আমেরিকার দেশগুলোতে খেলার আমন্ত্রণ জানিয়েছেন মার্টিনেজ।

তিনি বলেছেন, ‘বলিভিয়ার লা পাজে, ইকুয়েডরের ৩০ ডিগ্রি গরমে, কলম্বিয়ায় যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। তারা (ইউরোপিয়ান) সবসময় একদম নিখুঁত পিচে খেলে। আর তারা জানেই না দক্ষিণ আমেরিকা কী। ’

‘যতবার আপনি জাতীয় দলে যাবেন, আসতে-যেতেই দুই দিন চলে যায়। আপনি ক্লান্ত হয়ে যাবেন আর বেশিক্ষণ ট্রেনিংও করতে পারবেন না। একজন ইংলিশ জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে ৩০ মিনিটেই পৌঁছে যায়। তাদের বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডরে আসতে বলেন...দেখা যাক এটা তাদের জন্য কতটা সহজ হয়। ’

এমিলিয়ানো মার্টিনেজের আচরণ অনেকেরই পছন্দ না। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকার শট ঠেকানোর পরও উদযাপনে বাধ মানেননি। সবসময় আক্রমণাত্মক হলেও নিজেকে শান্ত ছেলে হিসেবেই দাবি করেছেন মার্টিনেজ।

তিনি বলেছেন, ‘আমি খুবই শান্ত ছেলে। কেবল ম্যাচের সময় উত্তপ্ত থাকি। আমার স্ত্রী বলে, তুমি কীভাবে মাঠে ও মাঠের বাইরে একদম আলাদা মানুষ হয়ে যাও?’

বাংলাদেশ সময় : ১৩৩৯, মে ২৮, ২০০২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।