ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

এমবাপ্পেকে ভুলে গেছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মে ২৯, ২০২২
এমবাপ্পেকে ভুলে গেছে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ আর কিলিয়ান এমবাপ্পে নাটকের অবসান ঘটেছে কিছুদিন দিন আগেই। বেশ কয়েক বছর ধরেই ফরাসি তারকার রিয়ালে আসার গুঞ্জন ছিল, এবার সেটা ছিল বেশ জোরালো।

তবে শেষ অবধি প্যারিস সেইন্ট জার্মেইয়ে থাকাকেই বেছে নিয়েছেন এমবাপ্পে।  

লিভারপুলকে হারিয়ে শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ১৪তম শিরোপা জিতেছে মাদ্রিদ। সেটাও এমবাপ্পের শহর প্যারিসে। জয়ের পরও তাই তার প্রসঙ্গটা চলে আসল। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, এমবাপ্পেকে ভুলে গেছেন তারা।  

তিনি বলেছেন, ‘সেরা খেলোয়াড় হতে এমবাপ্পে সবসময় কাজ করে যাবে। কিন্তু তাকে ইতোমধ্যেই ভুলে গেছি, কিছুই হয়নি। মাদ্রিদ একদম ঠিকঠাক একটা মৌসুম কাটিয়েছে আর এটা (এমবাপ্পে) ভুলে যাওয়া বিষয়। আজকে কোনো এমবাপ্পে নেই, রিয়াল মাদ্রিদের পার্টি আছে। ’

রিয়ালের এবারের মৌসুম নিয়ে পেরেজ বলেছেন, ‘সাধারণভাবে এই মৌসুমটা আমাদের ভালো কেটেছে। ভালো প্রতিদ্বন্দ্বীতা হয়েছে। আমরা একদিক থেকে ভাগ্যবান সব কঠিন প্রতিপক্ষকে পেরিয়ে এসেছি। যোগ্য হিসেবেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। ’

‘খেলোয়াড়, কোচ ও সমর্থকদের কাছে এটা ফলের মতো। এই খেলোয়াড়রা সমর্থকদের মাধ্যমে সংক্রমিত আর আমরা এমন কিছু ম্যাচ দেখেছি যেগুলো সহজে ভুলে যাওয়া যাবে না। ’

রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ার পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘কর্তোয়া দেখার মতো একটা মৌসুম কাটিয়েছে। কর্তোয়া বিশ্বের সেরা গোলরক্ষক, এজন্যই আমরা তাকে কিনে এনেছি। সে অনেক বড় রিয়াল মাদ্রিদ ভক্ত। আনচেলত্তি এই জায়গায় সঠিক- যখন বলে পার্থক্যটা হচ্ছে মাদ্রিদের খেলোয়াড়রা মাদ্রিদাস্তা। ’

বাংলাদেশ সময় : ১০৩৪, মে ২৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।