ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

জোকোভিচকে হারিয়ে সেমিফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুন ১, ২০২২
জোকোভিচকে হারিয়ে সেমিফাইনালে নাদাল

ফরাসি ওপেনের সেমিফাইনালে মাঠে নামার আগে বলেছিলেন ‘এটাই হতে পারে রোলাঁ গাঁরোয় আমার শেষ’। অনেকটা সংশয় নিয়ে মাঠে নামা রাফায়েল নাদাল ক্লে কোর্টে দেখালেন জাদু।

হট ফেভারিট নোভাক জোকোভিচের বিপক্ষে কি দারুণ ম্যাচটাই খেললেন স্প্যানিশ এই তারকা! কেটে ফেললেন সেমিফাইনালের টিকিট।  

মঙ্গলবার (৩১ মে) রাতে প্যারিসে ক্লে কোর্টে গড়ায় দুই বিশ্বসেরার লড়াই। টানা চার ঘণ্টা ১২ মিনিট লড়ে গেছেন তারা। কিন্তু শেষ হাঁসি হাঁসলেন এই কোর্টের রাজা নাদালই। ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে জিতে ফরাসি ওপেনের সেমিফাইনালে পা রাখলেন স্প্যানিশ এই টেনিস তারকা।  

এই পর্যন্ত ৫৯তম বারের মতো মুখোমুখি হলেন নাদাল ও জোকোভিচ। শেষ ম্যাচটি নাদাল জিতে নিলেও ৩০ বার জয়লাভ করে এগিয়ে আছেন সার্বিয়ান তারকা জোকোভিচ। ২৯ জয় স্প্যানিশ তারকার।  

ফরাসি ওপেনের সেমিফাইনালে আগামী শুক্রবার (৩ জুন) বাংলাদেশ সময় পৌনে সাতটায় আলেক্সান্ডার জেভেরেভের বিপক্ষে মাঠে নামবেন নাদাল।  

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুন ০১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।