ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ফ্রান্স যাচ্ছে বাংলাদেশ আরচারি দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০২২
ফ্রান্স যাচ্ছে বাংলাদেশ আরচারি দল

‘আরচ্যারী ওয়ার্ল্ডকাপ ২০২২, স্টেজ-৩’-এ অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় আরচ্যারী দল আগামীকাল (রবিবার) ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। আগামীকাল বিকেল ০৬:০৫ মি: ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে দেশ ত্যাগ করবেন রোমান-দিয়ারা।

ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আরচ্যারী দল রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ পুরুষ দলগত, এবং রিকার্ভ মহিলা একক, রিকার্ভ মহিলা দলগত ও রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।

রিকার্ভ পুরুষ দলে রয়েছেন  মো: রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, আব্দুর রহমান আলিফ, মো: সাগর ইসলাম। মহিলা দলে খেলবেন  দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা।

উল্লেখ্য, আগামী ২১ হতে ২৬ জুন ২০২২ পর্যন্ত ফ্রান্সের প্যারিসে ‘আরচ্যারী ওয়ার্ল্ড কাপ ২০২২, স্টেজ-৩’ অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল প্র্যাক্টিস, ইনস্ট্রুমেন্ট ইন্সপেকশন ও কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা আগামী ২১ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।