ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

সার্ভিসেস কাবাডি লিগ

জয়ে শুরু নৌবাহিনী ও সেনাবাহিনীর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুন ২০, ২০২২
জয়ে শুরু নৌবাহিনী ও সেনাবাহিনীর

বড় জয় দিয়ে সার্ভিসেস সিনিয়র কাবাডি লিগ শুরু করেছে নৌবাহিনী ও সেনাবাহিনী।

জাতীয় কাবাডি স্টেডিয়ামে আজ সোমবার সার্ভিসেস লিগের শিরোপা ধরে রাখার মিশনের শুরুতে নৌবাহিনী ৩৭-২০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ গেমস চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি)।

 

পরের ম্যাচে গত আসরের ফাইনালে হেরে যাওয়া সেনাবাহিনীও পেয়েছে বড় জয়; ৪৪-১৭ পয়েন্টে জিতেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিপক্ষে।

বিগত আসরগুলোর মতো এবারও সাতটি সেরা দল অংশ নিচ্ছে এই সার্ভিসেস লিগে। অন্য দল তিনটি যথাক্রমে- বিমান বাহিনী, পুলিশ ও বাংলাদেশ জেল। ৩ জুলাই সার্ভিসেস লিগ শেষ হবে নৌ বাহিনী ও সেনাবাহিনীর মধ্যকার ম্যাচ দিয়ে। লিগ পদ্ধতিতে খেলা শেষে শীর্ষ দল পাবে শিরোপা।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুন ২০, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।