ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

রাগবি সিরিজের তিন ম্যাচেই বাংলাদেশের জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুন ২২, ২০২২
রাগবি সিরিজের তিন ম্যাচেই বাংলাদেশের জয়

গতকালই নেপালের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ রাগবি দল। আজ শেষ ম্যাচেও বড় ব্যাবধানে জিতেছে তারা।

 

বাংলাদেশে প্রথম আয়োজিত আর্ন্তজাতিক রাগবি সিরিজকে স্মরণীয় করে রাখলেন নাদিম-ওবায়দুলরা। আর্মি স্টেডিয়ামে শেষ ম্যাচে ৩১-৭ ব্যবধানে নেপালকে হারিয়েছেন তারা।

অন্যদিকে আসন্ন দক্ষিণ এশীয় গেমসে (এসএ গেমস) রাগবিকে অন্তর্ভুক্তি করার প্রস্তাব দিয়েছে স্বাগতিক পাকিস্তান। এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে নেপাল ও বাংলাদেশ। আজ বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন নেপাল অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব নীলেন্দ্র ও এশিয়ান রাগবি ফেডারেশনের সভাপতি কায়েস আব্দুল্লাহ আল দালাই।

আন্তর্জাতিক দুই সংগঠকের বাংলাদেশে আসার কারণ চলমান নেপাল-বাংলাদেশ রাগবি সিরিজ। এশিয়ান রাগবি ফেডারেশনের সভাপতি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাগবি উন্নয়নে সুযোগ দেখছেন অনেক, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কায় রাগবির চর্চা অনেক আগে থেকে। বাংলাদেশ ও নেপালে এই খেলার চল এক দশকের বেশি নয়। ’ 

বাংলাদেশের রাগবির পাশে থাকার কথা জানিয়েছেন এশিয়ান রাগবির সভাপতি বলেন, ‘আমরা বাংলাদেশকে আর্থিক ও টেকনিক্যাল সুযোগ সুবিধা দিয়ে থাকি। ’

বাংলাদেশকে রাগবির পূর্ণ সুযোগ-সুবিধা আদায় করার জন্য বিশ্ব রাগবি ফেডারেশনের পূর্ণ সদস্য হতে হবে। বাংলাদেশ এশিয়ান রাগবি ফেডারেশনের পূর্ণ সদস্য হলেও বিশ্ব রাগবি ফেডারেশনের সহযোগী সদস্য। বিশ্ব রাগবি ফেডারেশন বছরে দুই বার (জুলাই ও ডিসেম্বর) পূর্ণ সদস্য প্রদান করে। আগামী ডিসেম্বরে বাংলাদেশ পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করতে পারে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুন ২২, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।