ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বন্যার্তদের জন্য সাফের ট্রফি নিলাম করবেন রিপা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, জুন ২২, ২০২২
বন্যার্তদের জন্য সাফের ট্রফি নিলাম করবেন রিপা

বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট অঞ্চলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগতভাবে অনেকে দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।

আজ (২২ জুন) দুপুরেই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার কিশোরী ফুটবলার শাহেদা আক্তার রিপা ঘোষণা দিয়েছেন, সিলেটের বন্যার্তদের সাহায্যের জন্য তিনি নিলামে তুলতে চান তার জেতা সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতার একটি ট্রফি।

গত বছর ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। ওই টুর্নামেন্টে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার ট্রফি জিতেছিলেন শাহেদা আক্তার রিপা। সেই ট্রফিটিই তিনি এখন নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।

নিজের ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে শাহেদা আক্তার রিপা লিখেছেন, ‘আমি বাংলাদেশ মহিলা অনূর্ধ্ব-১৯ ফুটবল টিমের একজন সদস্য। সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াতে আমি ছোট্ট একটি উদ্যোগ নিয়েছি। আমার ছোট্ট ক্যারিয়ারে সবচেয়ে যেটা বড় পাওয়া, ২০২১ সালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। ওই টুর্নামেন্ট-এ আমি সর্বোচ্চ গোলদাতা (৫ গোল) হয়েছিলাম। আমি ৩ ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছিলাম। ’

‘সর্বোচ্চ গোলদাতা হয়ে পাওয়া ট্রফিটি আমি নিলামে তুলতে চাই। যার সম্পূর্ণ অর্থ ব্যয় হবে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য। কোনো দয়াবান ব্যাক্তি যদি এই মহৎ কাজের অংশীদার হন তাহলে আমরা কিছুটা হলেও বন্যার্ত মানুষের পাশে থাকত পারবো। ’

‘আমার এই ট্রফিটা আমার বাড়িতে শো-কেসে রাখা আছে, হয়তো সারাজীবন থাকবে; কিন্তু কোনো মানুষের কাজে আসবে না। এই মূহূর্তে সিলেটের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হল সবার সহযোগিতা। আমি যদি সিলেটের পাশে একটু হলেও দাঁড়াতে পারি তাহলে আপনাদের সবার প্রতি চির কৃতজ্ঞ থাকব। '

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, জুন ২২, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।