ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ব্রাহ্মণবাড়িয়ায় লিওনেল মেসির জন্মদিন উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুন ২৪, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় লিওনেল মেসির জন্মদিন উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বখ্যাত তারকা ফুটবলার লিওনেল মেসির ৩৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।  

শুক্রবার (২৪ জুন) দুপুরে শহরের মালেক কনভেনশন সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠেীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার মাসুম খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী আবদুল মালেক। বক্তারা সর্বকালের সেরা ফুটবলার মেসির বর্ণিল জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে কেক কেটে মেসির জন্মদিন উদযাপন করা হয়।  

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার আজেন্টেনিয়া ও লিও মেসির সমর্থকদের শুভ জন্মদিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে কসভেনশন সেন্টার। পরে বন্যার্তদের সহায়তায় তহবিল সংগ্রহ করা হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।