ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ম্যাচে বৃষ্টির হানা, দিনের শুরুতে ২ উইকেট নিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুন ২৬, ২০২২
ম্যাচে বৃষ্টির হানা, দিনের শুরুতে ২ উইকেট নিয়েছে বাংলাদেশ

দ্বিতীয় দিনের শেষ দুটো সেশন বাংলাদেশের জন্য হতাশার। তবে মধ্যাহ্নভোজের আগের সময় কেটেছিল দারুণ।

তৃতীয় দিনেও যেন পুনারাবৃত্তি হলো এর। একটু পরই অবশ্য চলে এলো বৃষ্টি।

সেন্ট লুসিয়া টেস্টে ৫ উইকেট হারিয়ে ৩৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজের। সেঞ্চুরি করা মেয়ার্সের ব্যাটে চড়ে দারুণ কিছুর স্বপ্ন দেখছিল তারা। এখনও অবশ্য ক্রিজে আছে তিনি।

তবে দিনের শুরুতে অন্য প্রান্তে দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার জশুয়া ডি সিলভাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। এর আগে ১১৫ বলে ২৯ রান করেন তিনি।

এরপর ৯ বলে ৬ রান করা আলজারি জোসেফকে আউট করেন খালেদ আহমেদ। তার শর্ট বলে পুল করতে গিয়ে মিডউইকেটে দাঁড়ানো লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন জোসেফ।

এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টিতে বন্ধ ছিল ম্যাচ। ৭ উইকেট হারিয়ে ৩৭৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৪০ রান করে অপরাজিত আছেন মেয়ার্স। ১৯ বলে ৭ রান করে অন্য প্রান্তে আছেন কেমার রোচ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এমএইচবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।