ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

উইম্বলডনের শেষ আটে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
উইম্বলডনের শেষ আটে জোকোভিচ

নেদারল্যান্ডসের টিম ভ্যান রিথোভেনকে হারিয়ে উইম্বলডন ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন নোভাক জোকোভিচ। এ নিয়ে উইম্বলডনে ৮৩টি ম্যাচ জিতলেন সার্বিয়ান টেনিস তারকা।

প্রি-কোয়ার্টার ফাইনালে অল ইংল্যান্ড ক্লাবে চতুর্থ রাউন্ডে রিথোভেনের মুখোমুখি হয়েছিলেন জোকার। বিশ্বের ২০৫ নম্বর বাছাই রিথোফেনের বিপক্ষে ৬-২, ৪-৬, ৬-১, ৬-২ গেমে জিতলেন তিনি।

 ২০১৭ সালের কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচের বিপক্ষে ম্যাচে চোটের কারণে ছিটকে যাওয়ার পর থেকে উইম্বলডনে অপরাজিত জোকোভিচ। এবারও তিনি যদি উইম্বলডন জেতেন, তাহলে পিট স্যাম্প্রাসের সাত বারের উইম্বলডন জয়ের রেকর্ড (রজার ফেদেরারের পর দ্বিতীয় সর্বোচ্চ) স্পর্শ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘন্টা, জুলাই ০৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।