ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

উইম্বলডন স্বপ্নযাত্রা থামালেন নাদাল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
উইম্বলডন স্বপ্নযাত্রা থামালেন নাদাল

শেষ অবধি থামতেই হলো রাফায়েল নাদালকে। উইম্বলডন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে তার নাম প্রত্যাহারের কথা জানিয়েছে উইম্বলডন কতৃপক্ষ।  

কোয়ার্টার ফাইনালে অসহ্য যন্ত্রণা নিয়ে খেলতে হয়েছিল নাদালকে। টেলর ফ্রিৎজের বিপক্ষে পাঁচ সেটের লড়াইয়ে শেষ দিকে কিছুতেই আর টানতে পারছিলেন না। সার্ভ করতেও সমস্যা হচ্ছিল তার। নিতে হয়েছিল মেডিক্যাল টাইম-আউটও। তবু হাল না ছেড়ে শেষ পর্যন্ত খেলেন নাদাল, জেতেন ম্যাচও। তবে সেমিফাইনালে খেলার মতো শারীরিক অবস্থা তাঁর নেই বলে জানানো হয়েছে।

নাদাল নাম তুলে নেওয়ার কিছুক্ষণ আগে স্পেনের এক সংবাদমাধ্যম দাবি করেছিল, নাদালের পেটের পেশিতে সাত মিলিমিটারের ক্ষত রয়েছে। সেই চোটের ছবি প্রকাশ্যে আসার পর তা দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই। পেটের উপরে টেপ লাগানো ছিল।  

তবু স্প্যানিশ সংবাদমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়, শুক্রবার চোট নিয়েই নামতে চান নাদাল। সেই জল্পনা অবশ্য সত্যি হলো না।

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার নিক কিরিয়সের বিপক্ষে খেলার কথা ছিল নাদালের। স্প্যানিশ তারকা খেলতে না পারায় সরাসরি ফাইনালে চলে গেছেন কিরিয়স। রোববার অল ইংল্যান্ড কোর্টে তিনি মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ অথবা নরির।

বাংলাদেশ সময় : ০১২৪, জুলাই ৮, ২০২২
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।