ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

রাস্তায় নারী ভক্তদের নিয়ে মদের পার্টি করলেন গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
রাস্তায় নারী ভক্তদের নিয়ে মদের পার্টি করলেন গেইল

মাঠ কিংবা মাঠের বাইরে সবখানেই আনন্দ করতে পছন্দ করেন ওয়েস্ট ইন্ডিজের হার্ড-হিটার ব্যাটার ক্রিস গেইল। ক্রিকেটের পাশাপাশি পার্টি করার জন্য তার বেশ সুখ্যাতি রয়েছে।

বর্তমানে ক্রিকেটের বাইরে রয়েছেন গেইল। অবসর সময়টা কাটাচ্ছেন বেশ আমোদ করেই।

‘ইউনিভার্স বস’কে মজতে দেখা গেছে নিজ দেশ জ্যামাইকার কার্নিভালে। রাস্তাতেই নারী ভক্তদের সঙ্গে মদের বোতল নিয়ে উদ্দাম নৃত্যের ভিডিও পোস্ট করেছেন নিজের ইন্সটাগ্রামে। লিখেছেন, ‘আমার ছুটি প্রয়োজন। আপনারা জানেন না। ’ ভিডিওতে দেখা যায়, এক নারী ভক্তের সঙ্গে রাস্তায় ‘ড্যাগারিং’ নৃত্য প্রদর্শন করছেন তিনি। সঙ্গে আবার মদ খাওয়ার ভঙ্গিও করছেন। ক্যারিবিয়ানদের কাছে এই নৃত্য এক ধরনের শিল্প এবং এটি তাদের অঞ্চলে খুবই জনপ্রিয়।  

ফেব্রুয়ারিতে ফরচুন বরিশালের হয়ে বিপিএল ফাইনাল খেলে গেছেন গেইল। স্বীকৃত ক্রিকেটে সেটিই ছিল তার শেষ ম্যাচ। এরপর ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছেন। তবে অবসরের ঘোষণা দেননি।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।