ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

টাইগারদের এই বিজয় অবিস্মরণীয়: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
টাইগারদের এই বিজয় অবিস্মরণীয়: জিএম কাদের

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।  

রোববার (১৭ জুলাই) এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, অসাধারণ নৈপুণ্যে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। টাইগারদের এই বিজয় অবিস্মরণীয়। ওয়ানডে সিরিজের সাফল্যময় পারফরমেন্স আগামী দিনে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচে লড়াই করতে অনুপ্রেরণা যোগাবে। নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য ওয়ানডে সিরিজের এই সফলতা অনুপ্রেরণা হয়ে থাকবে।

ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

বাংলাদেশ সময়: ০৬৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।