ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

‘টি-টোয়েন্টিতে আজকে থেকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
‘টি-টোয়েন্টিতে আজকে থেকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন’ তামিম ইকবাল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৩য় ও শেষ ওয়ানডে যখন শেষ হয় বাংলাদেশে তখন রাত ২টা ৪৫। ঘুম ঘুম চোখে খেলা দেখা সার্থক হয়েছে টাইগার ভক্তদের।

টানা ৩ ওয়ানডে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে তামিম ইকবালের দল।

বোলারদের দাপট দেখানো এই সিরিজে ব্যাট হাতে রান করে সিরিজসেরা হয়েছেন তামিম ইকবাল। তামিম ভক্তদের মন ভালো করার উপলক্ষের অভাব ছিল না।

তবে কিছুক্ষণ বাদেই মন খারাপ করার উপলক্ষ এনে দেন তামিমই। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তামিম ইকবাল লেখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে। ’

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।