ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

সাইফ পাওয়ারটেক ২য় বিভাগ দাবা লিগের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
সাইফ পাওয়ারটেক ২য় বিভাগ দাবা লিগের উদ্বোধন ...

৪০টি দল নিয়ে সাইফ পাওয়ারটেক দ্বিতীয় বিভাগ দাবা লিগের (২০২১) উদ্বোধন হয়েছে।  

রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে আনুষ্ঠানিকভাবে এ লিগের উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের নির্বাহী পরিচালক (প্রশাসন) মেজর (অব.) ফারুখ আহমেদ খান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট একেএম শহিদ উল্লাহসহ সংশ্লিষ্টরা।

মেজর (অব.) ফারুখ আহমেদ খান বলেন, সাইফ পাওয়ারটেক বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। বিশেষ করে দাবা, ফুটবল, সাঁতার ইত্যাদিতে পৃষ্ঠপোষকতা করে থাকে।  

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন ২০১৫ সাল থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের সঙ্গে জড়িত। তিনি বর্তমানে বাংলাদেশ দাবা ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।  

সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ২০২১ সালে শেখ রাসেল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।