ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

দেড় কোটি টাকার স্পন্সর পেল হকি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
দেড় কোটি টাকার স্পন্সর পেল হকি

চার বছর পর আবারো মাঠে গড়াতে চলেছে যুব হকি। আবারও হকির মাঠে নিয়মিত ভাবে আয়োজিত হবে ঘরোয়া টুর্নামেন্টগুলো।

এটা বাংলাদেশের হকির জন্য সুখবর। প্রায় আট মাস দেশের মাঠে ছিলো না কোনও ঘরোয়া হকি টুর্নামেন্ট। ঘরোয়া টুর্নামেন্ট শুরু হবে যুব হকির মধ্য দিয়ে। বাংলাদেশ হকি ফেডারেশনের পাশে দাড়িয়েছে আল-আরাফাহ ইসলামি ব্যাংক। বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে দেড় কোটি টাকার চুক্তি স্বাক্ষর করছেন তারা।

জাতীয় যুব হকিতে অংশ নেবে ৫৭টি জেলা। খেলা হবে ৮টি ভেন্যুতে। এটাই দেশের সর্ববৃহৎ ঘরোয়া হকি টুর্নামেন্ট। আজ (২৭ জুলাই) বুধবার সকালে তেজগাঁওস্থ বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশন ও আল-আরাফাহ ইসলাম ব্যাংকের মধ্যে সমঝোতা স্বারক সাক্ষর হয়েছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান ও আল-আরাফাহ ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ফরমান এ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন।

দেড় কোটি টাকা চুক্তির পঞ্চাশ লক্ষ টাকার চেক আজ বুধবার প্রদান করেছে আল-আরাফাহ ব্যাংক। বাকী টাকা দুই কিস্তিতে পরিশোধ করবে ব্যাংটি- জানিয়েছে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।