ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

কমনওয়েলথ গেমস: ভারোত্তোলনে পঞ্চম আশিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
কমনওয়েলথ গেমস: ভারোত্তোলনে পঞ্চম আশিকুর

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন ইভেন্টে অংশ নিয়ে পঞ্চম হয়েছেন বাংলাদেশের আশিকুর রহমান তাজ।

আজ শনিবার আসরের দ্বিতীয় দিনে ৫৫ কেজি ওজন শ্রেণিতে মোট ২১১ কেজি ওজন তুলেছেন আশিকুর।

স্ন্যাচে ৯৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি ওজন তুলেছেন তিনি।  

সবমিলিয়ে ১১ জন প্রতিযোগীর মধ্যে আশিকুরের অবস্থান পঞ্চম। একই ইভেন্টে প্রথম হয়েছেন মালয়েশিয়ার প্রতিযোগী। আর দ্বিতীয় হয়েছেন ভারত এবং তৃতীয় হয়েছেন শ্রীলঙ্কার প্রতিযোগী।

এদিকে আজ বাংলাদেশের আরেক ভারোত্তোলক মার্জিয়া আক্তার ইকরা অংশ নেবেন ৪৯ কেজি ওজন শ্রেণিতে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।