ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

হাই জাম্পে পারলেন না রুমকি, দৌড়ে রাকিবুল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
হাই জাম্পে পারলেন না রুমকি, দৌড়ে রাকিবুল

বার্মিংহামে কমনওয়েলথ গেমসে আজ (৪ আগস্ট) মেয়েদের হাই জাম্পের বাছাই পর্বে  গ্রুপ ‘এ’ থেকে আট জনের ভেতর অষ্টম হয়ে বাদ পড়েছেন বাংলাদেশের উম্মে হাফসা রুমকি।

রুমকি লাফিয়ে অতিক্রম করেছেন ১.৬৬ মিটার যা ‘এ’ গ্রুপে সর্বনিম্ন।

প্রথম প্রচেষ্টায় ১.৬০ মিটার অতিক্রম করার পর দ্বিতীয় প্রচেষ্টায় ১.৬৬ মিটার লাফান রুমকি, তৃতীয় প্রচেষ্টায় ১.৭১ মিটার লাফাতে তিনি ব্যর্থ হন।

ছেলেদের ২০০ মিটার দৌড়ে তৃতীয় হিটে অংশ নিয়ে আট জনের মধ্যে সপ্তম হয়েছেন বাংলাদেশের রাকিবুল হাসান। তিনি সময় নিয়েছেন ২২.৪৬ সেকেন্ড। সার্বিক তালিকায় রাকিবুল ৫৭ জনের ভেতর ৪৯তম।

টেবিল টেনিসে মিশ্র দ্বৈতে হৃদয়-মৌ জুটি ৩-০ সেটে হেরেছেন মরিশাসের অখিলেন-জালিম নন্দশ্রী জুটির কাছে। সোনম-হামজা জুটিও একইভাবে হেরেছেন দক্ষিণ আফ্রিকার কোগিল-জোডোয়ার কাছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।