ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

রেকর্ড টাইমিং গড়ে সেমিফাইনালে ইমরানুর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
রেকর্ড টাইমিং গড়ে সেমিফাইনালে ইমরানুর

তুরস্কের কোনিয়া থেকে মিলল বাংলাদেশের জন্য দারুণ সুখবর! কোনিয়ায় চলতি ইসলামী সলিডারিটি গেমসের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।

বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ইমরানুর তার করা জাতীয় রেকর্ড ভেঙেছিলেন ১০.৪৭ সেকেন্ডে।

তুরস্কে তিনি সেই রেকর্ডও ভেঙে দিলেন। হিটে ইমরানুর ১০.০১ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছেন।

এক সপ্তাহের কম ব্যবধানে টাইমিং ০.৪৫ কমিয়ে এনেছেন। যেটা এক প্রকার অবিশ্বাস্য। আগামীতে আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইমরানুর।

অন্যদিকে টেবিল টেনিসে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টারে উঠেছিলেন সাদিয়া ইসলাম মৌ। আজ শেষ আটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি তিনি। ইরানের প্রতিপক্ষের সঙ্গে ০-৩ সেটে সরাসরি হেরেছেন। মৌয়ের হারের মাধ্যমে বাংলাদেশের টেবিল টেনিসে একক অধ্যায় শেষ হলো এ গেমসে। আগামীকাল থেকে রয়েছে দলগত খেলা।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।