ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি: দিয়া সিদ্দিকী

আবীর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি: দিয়া সিদ্দিকী

সদ্য সমাপ্ত ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ অংশ নিয়েছে ১১টি ডিসিপ্লিনে। এর মধ্যে পদকের দেখা মিলেছে শুধু আর্চারি ডিসিপ্লিনে।

এই ডিসিপ্লিনে পদক এসেছে দলগত ইভেন্টে। ব্যক্তিগত ইভেন্টে আশা জাগিয়েও পদকের দেখা মেলেনি। তুরস্কের কোনিয়া থেকে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ আর্চারি দল। দেশের অন্যতম সেরা নারী আর্চার দিয়া সিদ্দিকী বাংলানিউজটোয়েন্টিফোরকে জানালেন প্রাপ্তি এবং প্রত্যাশার কথা-

বাংলানিউজ: কেমন আছেন? সলিডারিটি গেমসে পদক জয়ের জন্য অভিনন্দন।

দিয়া সিদ্দিকী: আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ।  

বাংলানিউজ: আর্চারিতে এবার তিনটা পদক এসেছে। তিনটা পদকই এসেছে দলগত ইভেন্টে। ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের খুব কাছে গিয়েও পদক জয় করা হয়নি। কেমন লাগছে?

দিয়া সিদ্দিকী: সত্যি বলতে পদক জয় করতে পেরেছি আমরা এটা আমার কাছে ভালো লাগার বিষয়। ব্যক্তিগত ইভেন্টেও আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করেছিলাম। কেউই চেষ্টার কমতি রাখিনি। তবে দলগত পারফরম্যান্সে দেশের জন্য পদক আনতে পেরেছি। এটা ভালো লাগার মতই বিষয়।

বাংলানিউজ: ব্যক্তিগত ইভেন্টে নিশ্চয়ই একটা লক্ষ্য ছিল?

দিয়া সিদ্দিকী: লক্ষ্য তো সবসময়ই থাকে। এবারও লক্ষ্য ছিল সেরা ফলাফলেরই। সেই অনুযায়ী চেষ্টা করেছি। মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু হয়নি। এখন সামনের গেমসগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে।

বাংলানিউজ: আর্চারিতে আশানুরূপ সাফল্য না পাওয়ার জন্য কোনো কারণ আছে বলে মনে করেন?

দিয়া সিদ্দিকী: না, তেমন কোনো কারণ নেই। আমাদের প্রস্তুতি ভালো ছিল। মাঠের ফলাফল খুব কাছাকাছি ছিল। তবে ব্যক্তিগত ইভেন্টের খেলায় হঠাৎ করেই বাতাস আসছিল। এটা একটা প্রভাবক হতে পারে। তবে পরিবেশ অতটাও প্রতিকূল ছিল না। আগামীতে আরও ভালো করার চেষ্টা করবো।

বাংলানিউজ: আজ দেশে ফিরে এসেছেন, পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন কবে?

দিয়া সিদ্দিকী: আজকে আমরা ক্যাম্পে আছি। কাল একটা মিটিং আছে। এরপর সিদ্ধান্ত হবে। আশা করছি আগামীকালই যাবো।

বাংলানিউজ: সামনের গেমসগুলো নিয়ে কি ভাবছেন?

দিয়া সিদ্দিকী: আমাদের হাতে এখন সময় আছে। এক মাসের মতো ছুটি থাকতে পারে। এরপর আবার ক্যাম্প শুরু হবে। আগামী গেমসগুলোতে আরও ভালো কিছুই করতে চাইবো। নিজেকে সেভাবেই প্রস্তুত করবো।

বাংলানিউজ: ধন্যবাদ দিয়া। ভালো থাকবেন। ভবিষ্যতের জন্য শুভ কামনা রইলো।

দিয়া সিদ্দিকী: আপনাকেও ধন্যবাদ।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এআর/কেএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।