ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

৪০ দল নিয়ে শুরু হচ্ছে স্কুল হ্যান্ডবল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
৪০ দল নিয়ে শুরু হচ্ছে স্কুল হ্যান্ডবল

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘পোলার আইসক্রিম ২৭তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট’। ঢাকা মহানগরীর স্কুল-কলেজগুলো নিয়ে এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ মোট ৪০টি দল অংশ নিচ্ছে।

যার মধ্যে রয়েছে বালক বিভাগে ২২টি ও বালিকা বিভাগে ১৮টি দল। পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বালক বিভাগের ম্যাচগুলো। পার্শবর্তী শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বালিকা বিভাগের ম্যাচগুলো।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পোলার আইসক্রিমের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি গোলাম হাবিব, সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. সেলিম মিয়া বক্তব্য রাখেন।

টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ১৭ লাখ টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক পোলার আইসক্রিম দিচ্ছে ১৫ লাখ টাকা। বাকি অর্থ সংকুলান করা হবে ফেডারেশনের তহবিল থেকে।

২৫ আগস্ট দুপুর ১২টায় শহীদ (ক্যাপ্টেন) এম. এনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা রেঞ্জ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।