ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

দুবাই ওপেনে খেলবেন জিয়া-ফাহাদরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
দুবাই ওপেনে খেলবেন জিয়া-ফাহাদরা

২৮তম আবুধাবি আন্তর্জাতিক চেস ফেস্টিভ্যাল মাস্টার্স টুর্নামেন্টের পর এবার বাংলাদেশের পাঁচ দাবাড়ু ২২তম দুবাই ওপেন চেস টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন।

দুবাই ওপেনে অংশ নিতে যাওয়া সেই পাঁচ দাবাড়ু হলেন- গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (২৪২৭), আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৪০১), ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (২৩২১), ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২২১১) ও ফিদেমাস্টার তৈয়বুর রহমান সুমন (২২০২)।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই চেস অ্যান্ড কালচারাল ক্লাবে আজ ২৭ আগস্ট থেকে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। শেষ হবে ৪ সেপ্টেম্বর।  

৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৩৫টি দেশের ১৭৮ জন দাবাড়ু প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ৩৩ জন গ্র্যান্ডমাস্টার, ২ জন নারী গ্র্যান্ডমাস্টার, ৩১ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন নারী আন্তর্জাতিক মাস্টার, ৩১ জন ফিদেমাস্টার, ৫ জন ক্যান্ডিডেটমাস্টার ও একজন নারী ক্যান্ডিডেটমাস্টার রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।