ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল: শুটিংয়ে চ্যাম্পিয়ন মানিক

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল: শুটিংয়ে চ্যাম্পিয়ন মানিক

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২২’ -এর শুটিং ইভেন্টের প্রতিযোগিতা আজ সোমবার দুপুরে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

শুটিং প্রতিযোগিতায় প্রথম হয়েছেন রকিবুল ইসলাম মানিক, দ্বিতীয় হয়েছেন আব্দুল লতিফ রানা।

এছাড়া তৃতীয় স্থান অধিকার করেন জাহাঙ্গীর হোসেন বাবু।

খেলা পরিচালনা করেন ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু। এসময় ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মিন্টুসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও ওয়ালটনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্যুটিংয়ে আরও অংশগ্রহণ করেন- ইসমাঈল হুসাইন ইমু, সোহেল রানা, কাজী ফয়সাল ও কামাল হোসেন তালুকদার।

উল্লেখ্য, গত ২০ জুলাই এবারের স্পোর্টস ইভেন্ট দাবা প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়। ‍ইতোমধ্যে কলব্রিজ, অকশন ব্রিজ, ক্যারম একক ও ক্যারম দ্বৈত এবং শ্যুটিং প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এবারের স্পোর্টস ফেস্টিভ্যালে আরও রয়েছে- ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট ও কাবাডি।

এসব ডিসিপ্লিন ও ইভেন্টে ক্র্যাবের প্রায় ৩০০ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ২১৩৮
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।