ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ফেডারেশনের অভিযোগ সত্য নয়: সোমা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
ফেডারেশনের অভিযোগ সত্য নয়: সোমা

কমনওয়েলথ গেমসে বাংলাদেশ দলের হয়ে বার্মিংহামে খেলতে গিয়েছিলেন নারী টেবিল টেনিস খেলোয়াড় সোনম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ। কিন্তু খেলা বাদ দিয়ে লন্ডনে বেড়াতে যাওয়ার অভিযোগ উঠেছে এই দুই টেবিল টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধে।

‘এই অপকর্মের জন্য কেন তাদের নিষিদ্ধ করা হবে না’ -এই মর্মে দুই খেলোয়াড়কে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর কথা জানিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। তবে ফেডারেশনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন সোনম সুলতানা সোমা। ফেডারেশনের পক্ষ থেকে এখনো কোনও কাগজ পাননি বলে জানিয়েছেন তিনি। আর ফেডারেশনের আনা অভিযোগ সঠিক নয় বলেও দাবি সোমার।

ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে সোমা এবং মৌ এর বিরুদ্ধে নিষিদ্ধ করার মত কঠিন সিদ্ধান্ত নেয়া হতে পারে। এই বিষয়ে সোমা বলেন, ‘আজ মিটিং হয়েছে শুনেছি। কিন্তু অভিযোগের কথা বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি। এখনো আমরা কাগজে কলমে কিছু জানি না। আমাদের কাছে এখনো কোনও নোটিশ আসেনি। নোটিশ আসলে আমরা আমাদের পদক্ষেপ নিব।

‘ফেডারেশন থেকে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে আমরা বার্মিংহামে খেলা বাদ দিয়ে লন্ডনে ঘুরতে গিয়েছিলাম। তবে আমরা লন্ডনে ঘুরতে যাইনি। আমরা বার্মিংহামেই ছিলাম। আমার ইনজুরির বিষয়ে সকলেই অবগত ছিলেন। এবং কর্তব্যরত চিকিৎসক আমাদের বিশ্রামে থাকতে বলেছিলেন। ’

পুরো বিষয়টাই টিটি দলের ম্যানেজার এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানতেন বলে জানিয়েছেন সোমা। তিনি বলেন, ‘ প্রথম দিনের ম্যাচের আগে অনুশীলনে আমি ব্যথা পাই। আমি ব্যথা পাই দুই তারিখ বিকেলে। এরপর তিন তারিখ সকাল ১১টা ১৫ মিনিটে আমার প্রথম ম্যাচ ছিল। আমাদের কোচের দায়িত্বে থাকা হাসান মুনির সুমনকে আমি আমার পিঠের ব্যথার কথা জানাই। তিনি আমাকে বলেন তুমি এই ম্যাচটা চালিয়ে নাও আমি ডাক্তার কল করছি। প্রথম ম্যাচে আমি পিঠে ব্যথা নিয়েই খেলি এবং জয় লাভ করি। ম্যাচে আমি ৪-০ ব্যবধানে জয় লাভ করি। ম্যাচের পর চিকিৎসক আমাকে বিশ্রামে থাকতে বলেন। কারণ আমার টিস্যু ইনজুরি হয়েছিল। ’

‘যেহেতু কোনিয়াতে আমাদের খেলা ছিল এবং সেখানে আমাদের ভালো সম্ভাবনা ছিল সেহেতু আমাকে বিশ্রামের কথা বলা হয়। চিকিৎসক আমাকে টানা কিছুদিন রেস্ট করার পরামর্শ দেন। এরপর আমি রেস্টে ছিলাম। পাঁচ তারিখ আমি ফেডারেশনের দুইজনকে জানিয়ে মৌ’র আত্মীয়ের বাসায় যাই। মৌ’র আত্মীয় আমাদের ভিলেজের গেইট থেকে গাড়ি দিয়ে নিয়ে যায়। আমরা বার্মিংহামেই ছিলাম। লন্ডনে যাইনি। আমাদের নিয়ে ভুল কথা জানানো হচ্ছে। ’

সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের অভিযোগে বিস্মিত হয়েছেন সোমা। পুরো বিষয়টা জাহাঙ্গীর জানতেন বলে জানিয়েছেন তিনি। সোমা বলেন, ‘আমি যাদের জানিয়ে গেলাম তারা তো সরাসরি অস্বীকার করছেন। আমি জাহাঙ্গীর ভাইকে জানানোর পর তিনি বলেন, সোমা আমারও তো যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার তো একটা মিটিং আছে। তখন তিনি আমাকে যেতে নিষেধ করলে, তারপরও আমি গেলে এমন অভিযোগ তিনি তুলতে পারতেন। কিন্তু আমি জানিয়ে গেছি। এখন তারা অসত্য অভিযোগ তুলছেন আমাদের নিয়ে। ’

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।