ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

আফগানিস্তানকে হারিয়ে শুরু লঙ্কানদের সুপার ফোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
আফগানিস্তানকে হারিয়ে শুরু লঙ্কানদের সুপার ফোর

এবার পুনরাবৃত্তি হলো না উদ্বোধনী ম্যাচের। আফগানিস্তানের সঙ্গে হারের ক্ষত কিছুটা হলেও মেটাতে পারল শ্রীলঙ্কা।

এবার তারা মাঠ ছাড়ল মাথা উঁচু করেই।

শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা।

টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ রানের উদ্বোধনী জুটি পায় আফগানিস্তান। ১৬ বলে ১৩ রান করে হজরতউল্লাহ জাজাই ফিরলে ভাঙে এই জুটি। এরপর ইব্রাহিম জাদরানের সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন আরেক উদ্বোধনী ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ।

২ চার ও ১ ছক্কায় ৩৮ বলে ৪০ রান করে ইব্রাহিম আউট হন দিলশান মাদুসাঙ্কার বলে। শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকা গুরবাজ বেশ ভালো সংগ্রহই গড়েন। ৪ চার ও ৬ ছক্কায় ৪৫ বলে ৮৪ রান করে আশিথা ফার্নান্দোর স্বীকার হন তিনি। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ পায় আফগানরা।  

শুরুতে কিছুটা ধীরস্থিরভাবে খেললেও সময়ের সঙ্গে নিজেকে বদলে নেন শ্রীলঙ্কার ব্যাটাররা। ১৯ বলে ৩৭ রান করে কুশল মেন্ডিস ফিরলে ভাঙে এই জুটি। শ্রীলঙ্কার রান তাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গুনাতিলাকা ও ভানুকা রাজাপক্ষে।

২০ বলে ৩৩ রান করে গুনাতিলাকা ও ১৪ বলে ৩১ রান করেন ভানুকা। ৫ বল আগেই সহজ জয় পায় শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।