ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ইউএস ওপেনের ফাইনালে আলকারেস ও রুড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
ইউএস ওপেনের ফাইনালে আলকারেস ও রুড

ইউএস ওপেনের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফোকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারেস। ক্যারিয়ারের প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলবেন তিনি।

এই লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন নরওয়ের টেনিস তারকা ক্যাসপার রুডকে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সেমিফাইনালে টিয়াফোর বিপক্ষে ৬-৭ (৬-৮), ৬-৩, ৬-১, ৬-৭ (৫-৭), ৬-৩ গেমে জেতেন আলকারেস। একই দিনের আরেক সেমিফাইনালে রাশিয়ান তারকা কারেন খাচানভকে ৭-৬ (৭-৫), ৬-২, ৫-৭, ৬-২ গেমে হারিয়েছেন রুড।

রোববার এই গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিততে কোর্টে লড়াই করবেন আলকারেস ও রুড। এই লড়াইয়ে যার জয় হবে তিনিই হবেন টেনিসের এক নম্বর তারকা।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।