ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

হকি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, বিশ্বাস সোহানের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
হকি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, বিশ্বাস সোহানের ছবি: শাকিল আহমেদ

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি হকি লিগ। ইতোমধ্যেই হয়ে গেছে ফ্রাঞ্চাইজি হকির কোচেস ড্রাফট।

এই টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।  

আজ আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত হয়েছে হকি চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচন অনুষ্ঠান। এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে হকি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি বলেন, 'হকি খেলা অনেক মজার। কিন্তু অনেক কঠিন খেলাটা। তবে এটা আমার কাছে বেশ ভালোই লাগে। হকিস্টিক হাতে নিলে আলাদা একটা পাওয়ার চলে আসে। কখনো হকি খেলিনি তবে যদি হকি খেলতাম তাহলে গোলকিপার হতাম। ' 

সোহান স্বপ্ন দেখেন খুব শিগগিরই হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তিনি বলেন, 'হকিতে প্রথম ফ্রাঞ্চাইজি লিগ আয়োজিত হতে যাচ্ছে। হকির র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ২৭তম স্থানে। ফলে আমাদের খুব বড় একটা সুযোগ আছে বিশ্বকাপে খেলার। ফ্রাঞ্চাইজি হকি থেকে আনেক নতুন প্রতিভা উঠে আসবে বলে আশা করি। ' 

নতুন প্রতিভা ধরে রাখতে পারলে আাগামীতে আরও ভালো কিছু করা সম্ভব হবে বলে বিশ্বাস করেন সোহান। তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ খেলা নিয়ে অনেক আবেগী। সব খেলাতেই দেশের মানুষের আবেগ জড়িয়ে থাকে। এই লিগটা নিয়মিত চললে হকি অনেক উপকৃত হবে। অনেক এগিয়ে যেতে পারবে। '

হকি খেলাটা সকলেরই পছন্দের বলে মনে করেন সোহান। ফলে এখানেও ক্রিকেটের মতো ভালো ব্র্যান্ডিং করা সম্ভব বলে মনে করেন তিনি, 'হকি একটা এক্সাইটিং খেলা, এটা নেক মানুষ পছন্দ করে। ফুটবলের মতো এটাও জনপ্রিয়। এখন হয়তো একটু খারাপ সময় যাচ্ছে তবে ফ্রাঞ্চাইজি হকি দিয়ে হকির জনপ্রিয়তা ফেরানো সম্ভব। ক্রিকেটের মতো বড় প্রতিষ্ঠানগুলো ব্র্যান্ডিং করলে হকিও এগিয়ে যাবে। '

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।