ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মাঠে বসে হকি লিগের খেলা দেখবেন মাহমুদউল্লাহ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
মাঠে বসে হকি লিগের খেলা দেখবেন মাহমুদউল্লাহ ছবি: শাকিল আহমেদ

প্রথমবারের মতো দেশে শুরু হতে যচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি লিগ। ইতোমধ্যেই দেশের ক্রীড়াঙ্গনে সাড়া ফেলতে শুরু করেছে এই লিগ।

আজ বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হয়ে গেল প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ হকি চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচন। ছয় দলের অংশগ্রহণে এ ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা শুরু হবে ২৮ অক্টোবর। প্রায় তিন সপ্তাহব্যাপী আসরের পর্দা নামবে ১৭ নভেম্বর।

লোগো উন্মোচনের জমকালো অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশে ক্রিকেটের বাইরে একমাত্র হকিতেই শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট। বিপিএলের মতো হকি চ্যাম্পিয়ন্স ট্রফিও জনপ্রিয়তা পাবে বলে বিশ্বাস করেন রিয়াদ।  

মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় খুব ভালো একটা আয়োজন হবে। আমরা যে বিপিএল ফ্র্যাঞ্চাইজি লিগ খেলি এটা বাংলাদেশের অন্যতম সেরা একটি টুর্নামেন্ট। আমি আশা করি এটাও এমন কিছুই হবে। হকির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাত্র শুরু। সময়ের সঙ্গে সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজি লিগও গৌরব অর্জন করতে পারবে। '

হকি নিয়ে নিজের স্মৃতি রোমন্থন করতে গিয়ে রিয়াদ জানালেন, স্কুল হকির ট্রায়ালে গিয়েছিলেন তিনি। এক-দুই দিন হকিও খেলেছেন। তবে এর বেশি কিছু হয়নি। তিনি বলেন, ‘হকি নিয়ে একটাই স্মৃতি আছে, ক্লাস সেভেন বা এইটে থাকতে একটা স্কুল টুর্নামেন্ট ছিল। তখন স্কুল টুর্নামেন্টে বাছাইয়ের জন্য একদিন বা দুই দিন সেখানে গিয়েছিলাম। তখনই হকি স্টিক নিয়ে একটু নাড়াচাড়া করেছিলাম। এটাই হকি নিয়ে আমার স্মৃতি। ’

স্কুল হকির টুর্নামেন্টের বাছাইয়ে ফলাফল কেমন হয়েছিল তা নিয়ে জানতে চাইলে রিয়াদ বলেন, ‘না না তখন টিকি নাই। টিকি নাই বলে এখন এখানে ক্রিকেটার হিসেবে দেখতে পাচ্ছেন। ’ 

মাঠে বসে কখনো হকি খেলা দেখেননি রিয়াদ। তবে ফ্রাঞ্চাইজি হকির খেলা মাঠে বসে দেখার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। রিয়াদ বলেন, ‘মাঠে বসে কখনো হকি খেলা দেখা  হয়নি। কিন্তু এই ফ্রাঞ্চাইজি লিগের ম্যাচ ইনশাল্লাহ মাঠে বসে দেখবো। ’

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এআর/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।