ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শেখ রাসেল বয়স ভিত্তিক টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হাসিব-তুসি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
শেখ রাসেল বয়স ভিত্তিক টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হাসিব-তুসি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত শেখ রাসেল বয়স ভিত্তিক টেবিল টেনিস প্রতিযোগিতার বালক অনুর্ধ-১৮তে  চ্যাম্পিয়ন হয়েছেন আবুল হাশেম হাসিব। বালক অনুর্ধ-১৪ তে চ্যাম্পিয়ন হন আল হাদী।

অপরদিকে বালিকা অনুর্ধ-১৮ তে চ্যাম্পিয়ন হন সামান্তা হোসেন তুসি। আর বালিকা অনুর্ধ-১৪ তে চ্যাম্পিয়ন হয়েছেন নুসরাত জাহান অনন্যা।

রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল গাফফার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার হাসান মুনির সুমন।

দিনব্যাপী প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে মোট ৩০জন খেলোয়াড় অংশ গ্রহণ করেন। এরআগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক ফুটবলার শেখ মুহাম্মদ আসলাম।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২পপ
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।