ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মাগুরায় সাফজয়ী ইতি ও সাথীকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
মাগুরায় সাফজয়ী ইতি ও সাথীকে সংবর্ধনা

মাগুরা: মাগুরায় সাফ চ্যাম্পিয়ানশিপ বিজয়ী ফুটবলার সাথী বিশ্বাস ও ইতি রানী বিশ্বাসকে সংবর্ধনা দিয়েছে জেলা মহিলা ক্রীড়া সংস্থা।

বৃস্পতিবার (০৬ অক্টোবর) মাগুরার দিগন্ত ক্লাবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. নাসরিন সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ মহিলা ফুটবল দলের সদস্য সাথী বিশ্বাস ও ইতি রানীর হাতে ফুলের তোড়া, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। এর আগে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিউজা-উল-জান্নাহ, ফুটবল কোচ প্রভাষ রঞ্জন দেব জ্যোতি, সহকারী কোচ সহিদুল ইসলাম, সাথী ও সাথীর মা দেবী বিশ্বাস, ইতি ও তার বাবা মনোজিত মণ্ডল ও রিপা বিশ্বাসসহ অনেকে।  

অনুষ্ঠানে মাগুরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।