ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের স্বপ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের স্বপ্ন

সিলেট থেকে: একদিকে স্বাগতিক হওয়ার রোমাঞ্চ। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামার আত্মবিশ্বাস।

নারী এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশ ভালো কিছু করবে- প্রত্যাশা ছিল এমন। কিন্তু সময় আর পরিস্থিতির বদলে বাংলাদেশ দেখল নির্মম বাস্তবতা।  

মাঠের পারফরম্যান্সেও প্রমাণ করতে পারলো না নিজেদের। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে নিশ্চিত হয়েছে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায়।

নারী এশিয়া কাপে পাঁচ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ দল। অন্যদিকে ছয় ম্যাচের সবগুলো খেলে থাইল্যান্ডের পয়েন্ট ৬। আমিরাতের বিপক্ষে টাইগ্রেসরা জিতলে নেট রান রেটের হিসাব আসতো না।  

টাইগ্রেসরা মূলত পিছিয়ে পড়েছে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর। বৃষ্টি আইনে ৭ ওভারে ৪১ রানের লক্ষ্য পেয়েও ৭ উইকেটে ৩৭ রানের বেশি তুলতে পারেনি। এর আগে হেরেছে ভারত ও পাকিস্তানের কাছে।

বর্তমানে ৬ ম্যাচ খেলে থাইল্যান্ডের পয়েন্ট ৬, রান রেট -০.৯৪৯। অন্যদিকে ৫ ম্যাচে ৪ পয়েন্ট বাংলাদেশের, রান রেট +০.৪২৩।

 

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।