ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অলিম্পিয়াডে ২১তম বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অলিম্পিয়াডে ২১তম বাংলাদেশ

ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ২৩টি দেশের ৩৪টি দলের মধ্যে ২১তম হয়েছে।

আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে বাংলাদেশ দল ৯ ম্যাচে ৮ পয়েন্ট পেয়েছে।

এর মধ্যে ৪টি জয় এবং ৫টি পরাজয় ছিল।

নবম বা শেষ রাউন্ডে বাংলাদেশ ১.৫-২.৫ গেম পয়েন্টে দক্ষিণ আফ্রিকা-১ এর কাছে হেরে যায়। ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ দক্ষিণ আফ্রিকার বেডিনহরস্ট চলয়কে পরাজিত করেন ও ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় দক্ষিণ আফ্রিকার জান ক্রাস্টেনের সঙ্গে ড্র করেন।

তবে জান্নাতুল ফেরদৌসী ও মো. সাজিদুল হক যথাক্রমে দক্ষিণ আফ্রিকার লেভিতান কেলেব লেভি ও পোটগিটার এডওয়ার্ডের কাছে হেরে যায়।

এর আগে বাংলাদেশ প্রথম রাউন্ডে দক্ষিণ আফ্রিকা-২ সঙ্গে জয় দিয়ে শুভসূচনা করে। এরপর দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে কিউবা ও মালয়েশিয়ার কাছে হেরে যায়। তবে চতুর্থ রাউন্ডে এসে ফের পানামার বিপক্ষে জয়ের মুখ দেখে। কিন্তু পঞ্চম রাউন্ডে আবার উজবেকস্তান-২ এর কাছে পরাজিত হয়। তারপর ষষ্ঠ ও সপ্তম রাউন্ডে যথাক্রমে আজারবাইজান-৫ ও লাটভিয়াকে হারানোর পর অষ্টম রাউন্ডে জর্জিয়া-১ কাছে পরাজিত হয়।

অন্যদিকে তুরস্ক রেড ৯ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।