ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে শেখ রাসেল জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
শুরু হচ্ছে শেখ রাসেল জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘শেখ রাসেল ৪র্থ তীর জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ’ শুরু হচ্ছে আগামীকাল (১৬ অক্টোবর)। প্রতিযোগিতাটি চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

টঙ্গির আর্চারি প্রশিক্ষণকেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়নশিপ।  

অনুর্ধ্ব-২১ জুনিয়র, অনুর্ধ্ব-১৮ ক্যাডেট এবং অনুর্ধ্ব-১৫ ইয়াংস্টার এই ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি আয়োজিত হবে। আসরে জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, সার্ভিসেস সংস্থা ও বিকেএসপি আর্চারি দল অংশগ্রহণ করবে। ইয়াংস্টার ক্যাটাগরিতে শুধুমাত্র রিকার্ভ ডিভিশনে এবং জুনিয়র ও ক্যাডেট ক্যাটাগরিতে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মোট ১২৮জন আরচার এই চ্যাম্পিয়নশিপপে প্রতিদ্বন্দ্বিতা করবে। রিকার্ভ বিভাগে পুরুষ ৭৬জন ও ৩৩জন নারি আরচার খেলবেন। কম্পাউন্ড বিভাগে পুরুষ ১০জন ও ০৯জন নারী আর্চার খেলবেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।