ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ব্রাজিলের জয়ে মধ্যরাতে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল, আতশবাজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
ব্রাজিলের জয়ে মধ্যরাতে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল, আতশবাজি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ে আনন্দ মিছিল করেছেন দলটির সমর্থকেরা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনগত রাত ৩টায় খেলা শেষে নগরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় এ মিছিল হয়।

এর আগে খেলা শেষ হওয়ার পর নগরীর খানপুর, দেওভোগ, ঈদগাহ এলাকা থেকে মিছিল নিয়ে চাষাঢ়ায় আসেন ব্রাজিল সমর্থকেরা। এসময় তাদের গায়ে ব্রাজিলের জার্সি, হাতে পতাকা ও বাদ্য বাজনা ছিল।

একই সময়ে প্রিয় দলের জয়ে নগরের বিভিন্ন স্থানে ফোটানো হয় আতশবাজি।

ব্রাজিল সমর্থক নাহিন মুজতবা সোহান জানান, অসাধারণ খেলেছে ব্রাজিল, আশা করছি, জয়ের ধারা অব্যাহত থাকবে। আমরা বিশ্বকাপ জয়ে আশাবাদী।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এমআরপি/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।