ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

চায়ের নগর সিলেটে হাফ ম্যারাথন ২ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
চায়ের নগর সিলেটে হাফ ম্যারাথন ২ ডিসেম্বর

সিলেট: সবুজ চা বাগানে ঘেরা সিলেটে শুরু হতে যাচ্ছে হাফ ম্যারাথন। আগামী শুক্রবার (২ ডিসেম্বর) সকালে বিমানবন্দর সড়কে সিলেট রানার্স কমিউনিটির আয়োজনে ‘সিলেট হাফ ম্যারাথন ২০২২-এ অংশ নেবেন দেশ-বিদেশের ১২শ জন দৌড়বিদ।

এবার সিলেট ম্যারাথনের মাধ্যমে ইউনেস্কো থেকে স্বীকৃতিপ্রাপ্ত সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটিকে উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সিলেট নগরের মিরের ময়দানে একটি হোটেলের হলরুমে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানান সিলেট রানার্স কমিউনিটির এডমিন মনজুর আহমেদ আরিফ। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ ফজলুর রহিম সোহাগ ও মো. হাসান আহমেদ।

মনজুর আহমেদ আরিফ বলেন, বিগত বছরগুলোর মতো এবারও সিলেট রানার্স কমিউনিটি আয়োজন করতে যাচ্ছে সিলেট হাফ ম্যারাথন। ইউনিমার্টের পৃষ্ঠপোষকতায় ২ ডিসেম্বর শুক্রবার ভোর ৬টায় অনুষ্ঠিত হবে ‘ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথন ২০২২’।  

সিলেট রানার্স কমিউনিটি ২০১৭ সালের ১৬ নভেম্বর যাত্রা শুরুর পর বিভিন্ন ধরনের দৌড় প্রতিযোগিতা ও দৌড়বিদদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

২০১৯ সালের সিলেট মিনি ম্যারাথন দিয়ে যাত্রা শুরু এ ধরনের আয়োজনের। ২০১৯ এর সাফল্যের ধারাবাহিকতায় ২০২০ সালে ব্র্যান্ডল্যান্সার সিলেট হাফ ম্যারাথন ২০২০, জানুয়ারি ২০২১ এ ৱ্যাব ফোর্সেস সিলেট হাফ ম্যারাথন, ২০২১ সালের ডিসেম্বরে কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল সিলেট হাফ ম্যারাথনের পর এবারের পঞ্চম বৃহৎ আয়োজন এই হাফ ম্যারাথন।

সর্বমোট ১২০০ জন দৌড়বিদের সমন্বয়ে ২১.১ কিলোমিটার ও ১০ কিলোমিটার দুই ক্যাটাগরিতে ইভেন্টটি সাজানো হয়েছে।

২১.১ কিলোমিটারে ৪০ জন নারী ও ৩০০ জন পুরুষ মিলে ৩৪০ জন অংশ নিচ্ছেন। আর ১০ কিলোমিটার ক্যাটাগরিতে ৭০ জন নারী ও ৭৯০ জন পুরুষ মিলে মোট ৮৬০ জন দৌড়বিদ অংশ নিচ্ছেন।

দৌড়টি নগরীর সার্কিট হাউজের সামনে থেকে সকাল ৬টায় শুরু হয়ে বন্দর, জিন্দাবাজার, আম্বরখানা, এয়াপোর্টরোড-বাইশটিলা গিয়ে ইউটার্ন নিয়ে এসে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরা প্রাঙ্গনে শেষ হবে। ইভেন্টে নিজস্ব ২০০ জন ভলান্টিয়ার কাজ করবে যারা রোড সেফটির পাশাপাশি ফার্স্ট এইড সাপোর্ট দেবে।  

আয়োজনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

আয়োজনের প্রধান পৃষ্টপোষক হিসেবে রয়েছে বাংলাদেশের স্বনামধন্য চেইন সুপার শপ ইউনিমার্ট। পাশাপাশি পৃষ্টপোষক হিসেবে আছেন- মেসার্স সুরভী এন্টারপ্রাইজ, ফিজা এন্ড কোং, এস এম সি প্লাস, আই টি চাম ও প্যারাডোন্টেক্স।

মনজুর আহমদ আরিফ আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও খারাপ দিক থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমরা প্রতি বছরই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সমাজের সব শ্রেণীর মানুষকে দৌড়ের প্রতি আকৃষ্ট করছি। এ ধরণের আয়োজনে একেকটা জায়গায় দেশের বিভিন্ন প্রান্তের দৌড়বিদ আসেন যা দেশের পর্যটন শিল্পেও ব্যাপক ভূমিকা রাখে। আমরা পরিবেশ বান্ধব এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে অতীতের ন্যায় সাংবাদিকসহ সবার আন্তরিক সহযোগিতা চাই এবং সবাইকে ম্যারাথনে আসার আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এনইউ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।