ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

জন অ্যাব্রাহামের স্বপ্নে বিশ্বকাপ

আফসানা রীপা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুন ১১, ২০১৪
জন অ্যাব্রাহামের স্বপ্নে বিশ্বকাপ

দশ বছর বয়স থেকে বিশ্বকাপ ফুটবল দেখছেন জন অ্যাব্রাহাম। তখন থেকেই তার স্বপ্ন বিশ্বকাপ ফুটবলে খেলবেন।

কিন্তু নিয়তি তার জন্য লিখে রেখেছিল রূপালি পর্দা। সুঠাম দেহ আর পৌরুষদীপ্ত মুখের সুবাদে খ্যাতি পেতে বেশি সময়ও লাগলো না। কিন্তু এখনও জনের মনটা পড়ে থাকে চৌকোনা সবুজ ময়দানে। মন খুলে তিনি বললেন, ‘ফুটবল আমার রক্তে মিশে আছে। আর মাঠে নেমে বিশ্বকাপ খেলা আমার অনেকদিনের স্বপ্ন। ’

জন অ্যাব্রাহাম স্বপ্ন দেখেন, কানায় কানায় পূর্ণ গ্যালারি। রেফারি বাঁশি বাজাতেই বল নিয়ে ছুটতে লাগলেন প্রতিপক্ষের জালে বল জড়াতে। তার এই স্বপ্নটা স্বপ্ন থেকে গেলেও পর্দায় ঠিকই তাকে এমন দৃশ্যে দেখা গেছে। ২০০৭ সালে ‘ধান ধানা ধান গোল’ ছবিতে একজন ফুটবলারের চরিত্রে অভিনয় করেন তিনি। এবার নিজেই ফুটবল নিয়ে ‘১৯১১’ নামে একটি ছবি প্রযোজনা করছেন। জনের প্রথম প্রযোজিত ছবি ‘মাদ্রাজ ক্যাফে’র পরিচালক সুজিত সরকার এবারও পরিচালনার দায়িত্ব পেয়েছেন। কলকাতার মোহনবাগান দলের কিংবদন্তি ফুটবলার শিবদাস ভাদুড়ির জীবন নিয়ে সাজানো হয়েছে এ ছবির চিত্রনাট্য। শিবদাসের অনন্য কীর্তির সুবাদে এশিয়ার প্রথম দল হিসেবে মোহনবাগান জিতেছিল আইএফএ শিল্ডের শিরোপা।

ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা আছে বলেই টাকা খরচ করে ছবিটি বানাচ্ছেন জন। ১৯৮২ সাল থেকে কোনো বিশ্বকাপের খেলাই মিস করেননি তিনি। ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ও ইতালির মধ্যকার ফাইনাল গ্যালারিতে বসেই দেখেছেন তিনি। ইতালিয়ান ফুটবলার মাতেরাজ্জিকে জিনেদিন জিদানের মাথা দিয়ে গুতো দেওয়ার দৃশ্য এখনও চোখে লেগে আছে তার। গত বিশ্বকাপে ফুটবলের প্রতি ভালোবাসার টানে দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছিলেন। কিন্তু এবার যাওয়া হচ্ছে না ব্রাজিলে। তিনি বললেন, ‘ইচ্ছে ছিল ব্রাজিলে গিয়ে বিশ্বকাপ ফুটবল উপভোগ করব। কিন্তু ব্যস্ততার কারণে তা পারছি না। ’

মাঠে বসে বিশ্বকাপ দেখতে না পারলেও ঘরের মাটিতে ছোটপর্দায় ফুটবল নিয়ে আলোচনা করবেন জন অ্যাব্রাহাম। সনি সিক্স চ্যানেলে ‘ক্যাফে রিও’ এবং ‘ফুটবল এক্সট্রা’ অনুষ্ঠানে ভারত ও বিভিন্ন দেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের সঙ্গে ফুটবল নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন ৪১ বছর বয়সী এই তারকা। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেছেন, ‘এই আয়োজনের অংশ হতে পেরে আনন্দ হচ্ছে। ফুটবলের কয়েকজন কিংবদন্তির সঙ্গে আমাকে দর্শকরা আলোচনা করতে দেখবেন অনুষ্ঠানে। ’

এদিকে জন অ্যাব্রাহামের মতো বলিউড তারকাদের মধ্যে অনেকেই কাজের চাপে পুরোপুরিভাবে ম্যাচ উপোভোগ করতে পারবেন না। এ তালিকায় উল্লেখযোগ্য অভিনেতা আরশাদ ওয়ারসি, অভিনেত্রী বিপাশা বসু, প্রাচী দেশাই, বলিউডের নতুন মুখ টাইগার শ্রফ, অভিনেতা অমিত সাধ, মনীষ পল, সাকিব সেলিমসহ অনেকে। তাদের কেউ ইন্টারনেটে, কেউবা রেস্তোরাঁয়, আবার কেউ কেউ শুটিংয়ের ফাঁকে খেলা দেখবেন। সবার চেয়ে এগিয়ে থাকছেন জনই। ফুটবল নিয়ে ছবি করছেন, ফুটবল বিষয়ক অনুষ্ঠানে থাকছেন সঞ্চালক হয়ে। জন মানেই যেন এখন ফুটবল!

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ১১ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ