ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

অভিনয়ের মাঠে আমিনুল-এমিলির দৌড়

প্রজাপতি কাজী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
অভিনয়ের মাঠে আমিনুল-এমিলির দৌড় টাইব্রেকার নাটকের দৃশ্যে তিশা ও আমিনুল

চৌকোনা সবুজ ময়দানে পায়ের তালে বল নাচানোর মানুষ তারা। ফুটবলের সঙ্গেই তাদের নিত্যযাপন।

ছন্দময় এই ফুটবল জীবনে রয়েছে তাদের অভিনয় ছন্দের গল্পও।

বিনোদন অঙ্গন আর স্পোর্টস ভুবনের মানুষদের মধ্যে একটা যোগসূত্র সবসময়ই থাকে। তাই প্রায়ই বিজ্ঞাপনচিত্র, চলচ্চিত্, নাটক-সহ নানা মাধ্যমে দেখা যায় খেলোয়াড়দের।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশের তারকা ফুটবলার আমিনুল ইসলাম আর এমিলি ফ্রেমবন্দি হয়েছিলেন 'টাইব্রেকার' নামের একটি নাটকে। ২০১০ বিশ্বকাপের সময় এটি এনটিভিতে প্রচার হয়েছিল। তাদেরকে অভিনয়ের মাঠে নামিয়েছিলেন নির্মাতা তারিক মুহাম্মদ হাসান।

অভিনয় মাঠের অভিজ্ঞতা কেমন ছিলো? প্রশ্ন শুনে হাসলেন আমিনুল। তিনি বলেন, 'মাঠের খেলার চেয়েও কঠিন মনে হয়েছে অভিনয়। এ কাজটা করতে অনেক যোগ্যতা লাগে তা বুঝতে পেরেছি। কথা বলা, মুখের অভিব্যক্তি, সবকিছু সঠিক না হলে তো আর অভিনয় হয় না। '

এমিলিও বললেন একই কথা, 'কতবার যে একই দৃশ্যে অভিনয় করতে হয়েছে বলে বোঝাতে পারবো না। অভিনয় খুব কষ্টের কাজ ভাই। '

আর অভিনয় কঠিন বলেই কি ওই নাটকের পর আর তাদের অভিনয়ের মাঠে দেখা যায়নি? নাকি ইচ্ছে নেই তাদের? শোনা যাক সে গল্প। আমিনুল বলেন, 'যদি বাংলাদেশের ফুটবল খেলাকে উদ্বুদ্ধ করার মতো কোনো কাজ হয় আমি তাতে অভিনয় করতে চাই। নিয়মিত অভিনয়ের কোনো ইচ্ছে আমার নেই। কারণ আমি তো অভিনেতা নই। '

নাটকে অভিনয় না করলেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল এরই মাঝে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন।

আর এমিলি বলেন, 'এবার বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একটি নাটকে অভিনয় করার কথা ছিল। কিন্তু কাজটি শেষ পর্যন্ত হয়নি। ভালো কাজ হলে কাজ করতে আমার আপত্তি নেই। '

আমিনুল ও এমিলির মতো ফুটবল তারকাদের প্রাসঙ্গিকভাবে মাঝে মধ্যে টিভি পর্দায় উপস্থাপন করতে পারলে নিশ্চয়ই মন্দ লাগবে না দর্শকের।

বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ