ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

হলিউড, বলিউড ও বিশ্বসংগীত টপচার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
হলিউড, বলিউড ও বিশ্বসংগীত টপচার্ট ‘দাওয়াত-এ-ইশ্‌ক’ ছবির দৃশ্যে পরিণীতি চোপড়া ও আদিত্য রায় কাপুর

বলিউড টপচার্ট
শীর্ষ ৫
১. দাওয়াত-এ-ইশ্‌ক (পরিণীতি চোপড়া, আদিত্য রায় কাপুর, অনুপম খের, করণ ওয়াহি)
২. খুবসুরত (সোনম কাপুর, ফাওয়াদ খান, রত্না পাঠক, কিরণ খের)
৩. ফাইন্ডিং ফ্যানি (দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, নাসিরুদ্দিন শাহ, ডিম্পল কাপাডিয়া, পঙ্কজ কাপুর)
৪. ক্রিয়েচার (বিপাশা বসু, ইমরান আব্বাস, মুকুল দেব)
৫. মেরি কম (প্রিয়াঙ্কা চোপড়া, দর্শন কুমার, সুনীল থাপা, রবিন দাস, শিশির শর্মা)

হলিউড টপচার্ট
শীর্ষ ১০

১. দ্য মেজ রানার (ডিলান ও’ব্রায়ান, থমাস স্যাংস্টার, কায়া স্কোডিলারিও, উইল পুল্টার, কি হং লি, ব্লেক কুপার, প্যাট্রিসিয়া ক্লার্কসন)
২. অ্যা ওয়াক ইন অ্যামং দ্য টম্বস্টোনস (লিয়াম নিসন, ড্যান স্টিভেন্স, ডেভিড হারবার, অ্যাডাম ডেভিড থম্পসন, বয়েড হলব্রুক)
৩. দিস ইজ হোয়্যার আই লিভ ইউ (রোজ বায়ার্ন, কনি ব্রিটন, টিমোথি অলিফ্যান্ট, জেসন বেটম্যান, অ্যাবিগেইল স্পেন্সার, ড্যাক্স শেপার্ড, টিনা ফি, জেন ফন্ডা, অ্যাডাম ড্রাইভার, কোরি স্টল)
৪. নো গুড ডড (ইডরিস অ্যালবা, টারাজি পি. হেনসন, লেসলি বিব, হেনরি সিমন্স)
৫. ডলফিন টেল টু (অ্যাশলি জুড, হ্যারি কনিক জুনিয়র, মর্গান ফ্রিম্যান, ক্রিস ক্রিসটোফারসন)
৬. গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি (ক্রিস প্রাট, জো স্যালডানা, গ্লেন ক্লোজ, বেনিসিও দেল তোরো, জশ ব্রোলিন, ব্রাডলি কুপার, ডিমন হানসাউ)
৭. লেটস বি কপ’স (নিনা ডোবরেভ, জেক জনসন, এন্ডি গার্সিয়া, জেমস ডি’আর্সি)
৮. টিনেট মিউট্যান্ট নিনজা টার্টেলস (মেগান ফক্স, উইল আর্নেট. হুপি গোল্ডবার্গ, জনি নক্সভিলে)
৯. দ্য ড্রপ (টম হার্ডি, জেমস গ্যান্ডলফিনি, নুমি রাপেস)
১০. ইফ আই স্টে (শ্লো মোরেৎজ, মিরেইলে ইনোস, লিয়ানা লিবারেতো, জেমি ব্ল্যাকলি, লরেন লি স্মিথ, জশুয়া লিওনার্ড, অ্যালিসা হাইন্ডস)

বিলবোর্ড সিঙ্গেলস
শীর্ষ ১০

১. অল অ্যাবাউট দ্যাট বেজ-মেগান ট্রেইনর
২. শেক ইট অফ-টেলর সুইফট
৩. অ্যানাকোন্ডা-নিকি মিনাজ
৪. ব্ল্যাক উইডো-ইজি আজালিয়া ও রিটা ওরা
৫. ব্যাং ব্যাং-জেসি জে, আরিয়ানা গ্র্যান্ড ও নিকি মিনাজ
৬. স্টে উইথ মি-স্যাম স্মিথ
৭. ব্রেক ফ্রি-আরিয়ানা গ্র্যান্ড ও জেড
৮. ম্যাপস-মেরুন ফাইভ
৯. রুড-ম্যাজিক!
১০. বুম ক্ল্যাপ-চার্লি এক্সসিএক্স

বিলবোর্ড অ্যালবাম
শীর্ষ ১০
১. অ্যানামলি-লেক্রেই
২. ভি-মেরুন ফাইভ
৩. সৌল্ড আউট-ঝিনি আইকো
৪. রায়ান অ্যাডামস-রায়ান অ্যাডামস
৫. আই ডোন্ট ড্যান্স-লি ব্রাইস
৬. সিন ইট অল : দ্য অটোবায়োগ্রাফি-জিজি
৭. এল পিন্টর-ইন্টারপোল
৮. হোয়্যার ইট’স অ্যাট-ডাস্টিন লিঞ্চ
৯. গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি-ছবির গানের অ্যালবাম
১০. লুলাবি অ্যান্ড...দ্য চিজলেস রোর-রবার্ট প্ল্যান্ট

বিলবোর্ড টপ রক অ্যালবাম
শীর্ষ ৫

১. রায়ান অ্যাডামস-রায়ান অ্যাডামস
২. এল পিন্টর-ইন্টারপোল
৩. গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি-ছবির গানের অ্যালবাম
৪. লুলাবি অ্যান্ড...দ্য চিজলেস রোর-রবার্ট প্ল্যান্ট
৫. ড্রিম ইউর লাইফ অ্যাওয়ে-ভ্যান্স জয়

বিলবোর্ড হট রক সংস
শীর্ষ ৫
১. হ্যাবিটস (স্টে হাই)-টোভ লো
২. সেঞ্চুরিস-ফল আউট বয়
৩. অ্যা স্কাই ফুল অব স্টারস-কোল্ডপ্লে
৪. রিপটাইড-ভ্যান্স জয়
৫. পমপি-ব্যাস্টিলে

বাংলাদেশ সময় :  ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ