ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

তুষ্টির চমকের জন্য অপেক্ষা

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
তুষ্টির চমকের জন্য অপেক্ষা শামীমা তুষ্টি / ছবি : নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘নন্দিত নরকে’, ‘লাল সবুজ’, ‘স্বপ্নডানা’- তিনটিই প্রশংসিত ছবি। এসব ছবিতে প্রাণবন্ত অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী শামীমা তুষ্টিও।

তবে এই ইতিবাচক দিকটা তেমন প্রচারের আলোয় আসেনি। এরপর ছোট পর্দায় ব্যস্ত হয়ে পড়েন তিনি।

তুষ্টির শুরুটা মঞ্চনাটক দিয়ে। এরপর একে একে বিজ্ঞাপনচিত্র, রূপালি পর্দা ও সবশেষ ছোটপর্দায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। তিনি বললেন, ‘শুরুতে শিশু একাডেমি, তারপর পিপলস লিটল থিয়েটার এবং সবশেষ লোক নাট্যদলের হয়ে কাজ করেছি। পর্দায় প্রথম দর্শকের সামনে এসেছি বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর ‘নন্দিত নরকে’ ছবিতে অভিনয় করলাম। সবসময় মনের মতো কাজ করতে চেয়েছি। ছোটপর্দা ও বড়পর্দায় ভালো কাজ খুঁজেছি। ’

হরলিক্সের ‘ভাবী’ সংলাপের বিজ্ঞাপনচিত্রে কাজ করেই তুষ্টির পরিচিতি এসেছে বেশি। তার অভিনীত প্রথম বিজ্ঞাপন ইস্পাহানী মির্জাপুর চা। টিভি নাটকে তার অভিষেক হয় ২০০৯ সালে দীপংকর দীপনের ‘মোকামতলা’র মাধ্যমে। এরপর সালাউদ্দিন লাভলুর ‘ভবের হাট’ ধারাবাহিক নাটকে দর্শকপ্রিয়তা পান তিনি। এখন তার অভিনীত ধারাবাহিক নাটকের তালিকায় রয়েছে সকাল আহমেদের ‘জিরো আওয়ার’, এসএম শাহিনের ‘একশো হাত দূরে থাকুন’, দিপু হাজরার ‘থ্রি কমরেডস’, শামীম জামানের ‘হাটখোলা’, জামিলউদ্দিন জামিলের ‘উত্তর পুরুষ’, যুবরাজ খানের ‘প্রজ্ঞা পারমিতা’ এবং মাসুদ মহিউদ্দিনের ‘নির্বিকার মানুষ’।

অভিনয়ের বাইরে শহীদুল আলম সাচ্চুর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তুষ্টি। গত ঈদে ‘যাবে আমার সাথে’ নামে একটি খন্ড নাটক পরিচালনা করেন তিনি। এবার তার লক্ষ্য ধারাবাহিক নাটচক পরিচালনা করা। শিগগিরই এ কাজে নেমে পড়বেন। অভিনেত্রী থেকে নির্মাতা হওয়ার বিষয়ে তুষ্টি বলেন, ‘সহকারী পরিচালক হিসেবে অনেক কাজ শিখেছি। পরিচালনার কাজটা অনেক উপভোগ করি। তবে এটা এতো সহজ কাজ নয়, এখন বুঝি। তবে অভিনয়ের পাশাপাশি কষ্ট হলেও পরিচালনার কাজটি করে যেতে চাই। ’

অভিনয়ের বাইরে তুষ্টি বিএফ শাহীন কলেজে শিক্ষকতা করছেন। লিটল থিয়েটারে শিশুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় পড়াতে সুবিধাই হয়। এর আগে তিনি এনজিওতে চাকরি করেছেন।

অভিনয়, পরিচালনা ও শিক্ষকতা- কোনটাকে প্রাধান্য দিচ্ছেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে তুষ্টি বললেন, ‘অভিনয় আমার প্রথম পছন্দ। অভিনয়কে বরাবরই প্রাধান্য দিয়েছি। সত্যি বলতে অভিনয় ছাড়া কিছুই করতে পারি না। অভিনয় ছাড়ছি না, বরং চলচ্চিত্রে নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছি। ’

জানা গেছে, ২০ নভেম্বরে ভারতের বেঙ্গালুরুতে একটি ছবির কাজ করতে যাচ্ছেন তুষ্টি। নামটা কিছুদিন পরেই জানাতে চান তিনি। আপাতত চমক হিসেবেই রাখলেন। ভারত ও বাংলাদেশের শিল্পীরা এ ছবিতে কাজ করছেন। সব জানতে একটু অপেক্ষা করতে হবে।

এতক্ষণ বাংলানিউজ কার্যালয়ে বসে কথা হচ্ছিলো শামীমা তুষ্টির সঙ্গে। কথায় কথায় অনেকটা সময় পেরিয়ে গেছে। বিদায়ের আগে আরেকবার বললেন, ‘আমি অভিনয়টা মন দিয়ে করি, এটা ছাড়া আমি হয়তো বাঁচতে পারব না। ’


বাংলাদেশ সময় : ০১০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ