ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

বিশ্বাসই হবে না, এরা আসল তারকা নন!

বৃষ্টি শেখ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বিশ্বাসই হবে না, এরা আসল তারকা নন!

একই রকম দেখতে দু’জন মানুষকে সবাই যমজ হিসেবেই ধরে নেন। এটা স্বাভাবিকও।

আবার অনেক সময় যমজ হলেও চেহারা একরকম হয় না অনেকের। তবে একই মায়ের গর্ভে জন্ম না নেননি এমন মানুষের মধ্যে একজনের সঙ্গে অন্যজনের চেহারায় মিল পাওয়া যায়। তারা সাধারণ মানুষ হলে তা নিয়ে কেউ ভাবেন না। কিন্তু এমন কিছু সাধারণ মানুষ আছেন যারা দেখতে হুবহু তারকাদের মতোই দেখতে। তাদেরকে দেখলে বিশ্বাসই হবে না এরা আমাদের চেনা তারকা নন! এক তারকার চেহারার সঙ্গে মিলে যায় এমন তারকাও আছেন। চলুন দেখি।


* বাঁয়ে ভক্ত, ডানে শাহরুখ খান।


* সালমান খান ও তার এক ভক্ত।


* (বাঁ থেকে) জুনায়েদ শাদ এবং রণবীর কাপুর।


* (বাঁ থেকে) মার্কিন রেসলার শন মাইকেল ও বলিউড তারকা অক্ষয় কুমার।


* (বাঁ থেকে) হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপার এবং বলিউড তারকা হৃতিক রোশন।


* (বাঁ থেকে) জন অ্যাব্রাহাম ও তার ভক্ত।


* (বাঁ থেকে) টেনিস তারকা রজার ফেদেরার ও বলিউড অভিনেতা-নির্মাতা আরবাজ খান।


* (বাঁ থেকে) ব্রিটিশ অভিনেতা ফিলিপ রাইস ও বলিউড অভিনেতা তুষার কাপুর।


* (বাঁ থেকে) পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।


* (বাঁ থেকে) হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।

বাংলাদেশ সময় : ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ