ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

বড় পর্দার জন্য প্রস্তুত তৃণ

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
বড় পর্দার জন্য প্রস্তুত তৃণ আফরিনা রাজিয়া তৃণ / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আফরিনা রাজিয়া তৃণ। ঢাকা বা চট্টগ্রামে নিয়মিত ফ্যাশন শো দেখে থাকলে খুব সহজেই চিনে ফেলার কথা তাকে।

২০১১ সাল থেকে র‌্যাম্পের মঞ্চে নিয়মিত মুখ তিনিই। ২০১১ সালে কোরিওগ্রাফার লুনার মাধ্যমে একটি ফ্যাশন শোর মাধ্যমে তার পথচলা শুরু হয়। এরপর একে একে বাটেক্সপো, ঢাকা ফ্যাশন উইক, ব্রাইডাল শো, ঢাকার ৪০০ বছর, লাস্ট্রস রানওয়ে-সহ বেশকিছু ফ্যাশন শোতে হেঁটেছেন তিনি। এইচএসসি শেষে পরিবার ও বন্ধুদের উৎসাহে র‌্যাম্পে কাজ শুরু করেন তৃণ।

মডেলিংয়ের গন্ডি পেরিয়ে তৃণ এখন টিভি নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করছেন। এনটিভিতে চলমান ‘চলো হারিয়ে যাই’ ধারাবাহিক নাটকে দেখা যাচ্ছে তাকে। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। তার হাত ধরেই তৃণ’র অভিনয় জীবন শুরু। পাঁচফুট আট ইঞ্চি উচ্চতার এই মডেল বললেন, ‘মান্নু ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। তিনি আমাকে অনেক বড় একটা সুযোগ দিযেছেন। গল্পে আমার চরিত্রটা বেশ গুরুত্বপূর্ণ। দর্শক থেকে শুরু করে বন্ধুবান্ধব সবার সাড়া পাচ্ছি। ’

একই পরিচালকের ‘সিগারেট’ এবং ‘ভেজা ভেজা বৃষ্টিতে’ নামের দুটি একক নাটকে অভিনয় করেছেন তৃণ। বাণিজ্যিক ছবিতে তার কাজ করার ইচ্ছে আছে। তিনি বললেন, ‘আমি বড়পর্দার জন্য এখন প্রস্তুত। যে মাধ্যমের কাজই হোক, চরিত্রের গুরুত্ব বুঝে ও বেছে কাজ করতে চাই। ’

এদিকে তৃণ একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। এতে তার সহশিল্পী কাজী আসিফ রহমান। সংগীতশিল্পী ঐশীর একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’-এর গানটির শিরোনাম ‘তুমি চোখ মেলে তাকালে’। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন ইমরান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ফজলে রাব্বি। তৃণ বলেন, ‘এটাই আমার করা প্রথম কোনো মিউজিক ভিডিও। শিগগিরই এটি টিভিতে ও অনলাইনে দেখা যাবে। আশা করছি, সবার পছন্দ হবে। ’

তৃণ ঢাকার স্থায়ী বাসিন্দা। কাজের বাইরে পরিবারে বাবা আবু আহমেদ আনিসুল হক, মা ফারজানা হক এবং তিন বোন পূর্ণ, বর্ণ ও অর্ণকে নিয়ে সময় কাটে তার। তাদের উৎসাহে ফ্যাশনের ঝলমলে আঙিনার পথ পেরিয়ে অভিনয়ে অনেকদূর যাওয়ার স্বপ্ন বোনেন তিনি।

বাংলাদেশ সময় : ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ