ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

জিরো ডিগ্রি থেকে গ্ল্যামারে রুহি

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
জিরো ডিগ্রি থেকে গ্ল্যামারে রুহি রুহি /ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

একমাত্র সন্তান অর্ককে নিয়ে অমিত ও নীরার সুখের সংসার। অমিত একটি মুঠোফোন প্রতিষ্ঠানে আর নীরা চাকরি করে বেসরকারি সংস্থায়।

অফিসের কাজে নীরাকে প্রায়ই বিদেশে যেতে হয়। একবার বিদেশে গিয়ে আর ফিরে আসে না নীরা। সে অমিতকে ফোনে জানায়, নব্য রকতারকা মুশফিককে বিয়ে করে এখন থেকে সেখানেই থাকবে। ভেঙে পড়ে অমিত। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয় অর্ক। মানসিক ভারসাম্যহীন হয়ে হাসপাতালেই ভর্তি থাকে অমিত। প্রতিশোধ নিতে অমিত খোঁজে নীরাকে। এদিকে নীরা আর মুশফিকের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়।


গল্পটা ‘জিরো ডিগ্রি’র ছবির। এতে নীরা মেয়েটির চরিত্রে দর্শক দেখবে দিলরুবা ইয়াসমিন রুহিকে। ৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। তাই প্রচারণার জন্য লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন তিনি। এরই ফাঁকে সাড়া দিলেন বাংলানিউজের তারার ফুলের আমন্ত্রণে।

৬ ফেব্রুয়ারি ওপারে রুহি অভিনীত ‘গ্ল্যামার’ ছবিটিও মুক্তি পাবে। এতে তার সহশিল্পী পরমব্রত চট্টোপাধ্যায় ও পার্নো মিত্র। আর অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’তে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন মাহফুজ আহমেদ ও জয়া আহসানকে। তাদের সঙ্গে এর আগে কাজ করা হয়নি তার। রুহি বললেন, ‘মাহফুজ ভাইয়ের প্রযোজনায় একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু তখন দীর্ঘ ধারাবাহিকে কাজ করতে চাইনি। এ ছবির গল্পটা ভালো লাগলো, নীরা চরিত্রটির মধ্যে অভিনয়ের সুযোগ আছে মনে হলো। ’

ছবিটিতে গল্পের প্রয়োজনে মাহফুজের সঙ্গে ঘনিষ্ঠ কিছু দৃশ্যে অভিনয় করেছেন রুহি। সেই অভিজ্ঞতা কেমন ছিলো? ‘মাহফুজ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ হলেও এসব দৃশ্যে কোনো জড়তা ছিল না আমার। এক টেকেই ওকে হয়েছে দৃশ্যগুলো। যদিও আমরা মহড়ার কোনো সময় পাইনি। ’

ছবিটির জন্য জয়া আহসানের সঙ্গে সপ্তাহখানেকের মতো কাজ করার সুযোগ পেয়েছেন রুহি। তিনি বললেন, ‘গল্পটাই এমন যে, জয়া আপুর সঙ্গে ছবির শেষভাগের দৃশ্যে কাজ করার সুযোগ পেয়েছি। এটা মনে রাখার মতো অভিজ্ঞতা। তিনি অনেক ভালো অভিনয় করেন। ’

এবার অনিমেষ আইচ প্রসঙ্গে রুহি বললেন, ‘তিনি নিঃসন্দেহে মেধাবী পরিচালক। ভালো পরিচালক আর ভালো সহশিল্পীর সঙ্গে কাজ করতে পারলে বরাবরই ভালো কিছু বেরিয়ে আসে। তখন চ্যালেঞ্জটা বাড়ে। আমার বেলায়ও তা-ই হয়েছে। মাহফুজ ভাই আর জয়া আপার সঙ্গে কাজ করার সময় মনে হয়েছে, ভালো কাজ করতে হবে। ’

‘জিরো ডিগ্রি’র মুক্তির দিন সকালে কলকাতায় যাওয়ার ইচ্ছে আছে রুহির। ওইদিন কলকাতার সাউথ সিটি মলে তার অভিনীত ‘গ্ল্যামার’ ছবির প্রিমিয়ার হবে। এতে সুপারমডেল জোহানা মিশেল চরিত্রে দেখা যাবে তাকে। জোহানাকে মডেল হিসেবে চুক্তিবদ্ধ করেন বিনোদনমূলক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিয়ান চ্যাটার্জি। একসময় মেয়েটি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। একসময় তিনি র‌্যাম্প তারকা হিসেবে দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন। তাই চরিত্রটির সঙ্গে মানিয়ে নিতে মোটেও বেগ পেতে হয়নি তাকে। ছবিটিতে আরিয়ান চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত। রুহি জানালেন, মহুয়া চক্রবর্তী পরিচালিত ছবিটি মূলত কর্পোরেট থ্রিলার ধাঁচের। কর্পোরেট দুনিয়ায় একজনের সঙ্গে অন্যজনের পেশাগত যে দ্বন্দ্ব, তা দেখানো হয়েছে গল্পে।

ওপার বাংলায় কাজের অভিজ্ঞতা কেমন মনে হলো? রুহি সেটা ভাগাভাগি করতে গিয়ে বললেন, ‘আমরা এখানে রাত-দিন সমানতালে কাজ করি। কিন্তু ওপারে পেশাগত জীবনে সন্ধ্যা ৭টার পর আর কোনো কাজ হয় না। পরিবার বা বন্ধু-বান্ধবকে সময় দিয়ে থাকেন তারা। পার্টিতে মেতে যান। পোশাক থেকে শুরু করে কোনো কিছু নিয়েই অভিনয়শিল্পীকে ভাবতে হয় না। শুধু ঠিকঠাক অভিনয়টা করতে হয়। ’

কলকাতায় ‘গ্ল্যামার’-এর প্রচারণা শেষে তিন দিন পর ঢাকায় ফিরে আসবেন রুহি। কিছুদিন পর ফের লন্ডনে যাবেন। সেখানে তার বর মনসুর আলীর পরিচালনায় নতুন একটি ছবির কাজ শুরু করবেন তিনি। এর গল্প বিনোদন অঙ্গনকে ঘিরে। এটি তৈরি হবে কলকাতা ও বাংলাদেশের যৌথ প্রযোজনায়।

মনসুর আলীর পরিচালনায় ‘একাত্তরের সংগ্রাম’ ছবিতে অভিনয় করে রূপালি পর্দায় অভিষেক হয় রুহির। সেই থেকেই দু’জনের সখ্য ও প্রেম। গত বছর তার সফল সমাপ্তি হয় বিয়ের মাধ্যমে। দম্পতি হিসেবে প্রথমবার ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করবেন তারা। এ নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে রুহি বললেন, ‘মনসুর দীর্ঘদিন ধরে লন্ডনে ছিলো। ও কক্সবাজার দেখেনি। তাই এবারের ভ্যালেন্টাইনে ওকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যেতে চাই। ’

বিয়ের পর সংসারী মেয়ে হয়ে উঠেছেন রুহি। সারাবছর ছবির কাজ করতে চান না তিনি। এক ছবি নিয়ে যেন সারা বছর কেটে না যায় এমন কাজ হাতে নেবেন বলে মনস্থির করেছেন। আপাতত তার দৃষ্টি ৬ ফেব্রুয়ারির দিকে।

* বাংলানিউজের কাছে রুহির অনুভূতি :


বাংলাদেশ সময় : ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ